
আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ? বাংলা রোমান্টিক গান একটা লিস্ট করতে চাই।
আর কিছু দিন পরেই ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) তখন এই পোষ্ট হয়তো অনেকের কাজে আসবে :!>
গানের টাইটেল:
গানের শিল্পি:
এ্যলবামের নাম:
সম্ভব হইলে লিংক:
নিচের গান গুলো ডাউনলোড করার জন্য আমার এই পোষ্ট দেখতে পারেন।
আপডেট: যেই গান গুলো লিংক সহকারে পাওয়া গিয়েছে সেই গান গুলো এ্যড করে দিলাম পোষ্টে।
গানের টাইটেল: তুমি বরুনা হলে হবো আমি সুনীল
গানের শিল্পি: মাহাদী
এ্যলবামের নাম: বন্দনা
গানের টাইটেল: লুটপাট
গানের শিল্পি: জেমস
এ্যলবামের নাম: দুঃখিনী দুঃখ করোনা।
গানের টাইটেল: "আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম"
গানের শিল্পি: শ্রীকান্ত আচার্য্য
গানের টাইটেল: "এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে..."
গানের শিল্পি: হেমন্ত মুখার্জী
এ্যলবামের নাম: দীপ জ্বেলে যাই
গানের টাইটেল: আমার মাঝে নেই
গানের শিল্পি: সামিনা চৌধুরী ও আসিফ
এ্যলবামের নাম: রানিকুঠির বাকি ইতিহাস
গানের টাইটেল: কবিতা পড়ার প্রহর
গানের শিল্পি: সামিনা চৌধুরী
এ্যলবামের নাম: কবিতা পড়ার প্রহর এসেছে
গানের টাইটেল: অবশ অনুভূতির দেয়াল
গানের শিল্পি: আর্টসেল
এ্যলবামের নাম: অনিকেত প্রান্তর (আনুমানিক)
গানের টাইটেল: তুমি আমার ঘুম
গানের শিল্পি: টি.ডব্লিউ. সৈনিক
এ্যলবামের নাম: তুমি আমার ঘুম
গানের টাইটেল: তোমার জন্যে
গানের শিল্পি: সুমন ও এলিটা
এ্যলবামের নাম: মেঘের দেশে
গানের টাইটেল: "সেদিন ছিল"
গানের শিল্পি: অজানা
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: আমার বুকের মদ্যি খানে
গানের শিল্পি: এন্ড্রু কিশোর
এ্যলবামের নাম: ফিরে ফিরে আসি
গানের টাইটেল: চোখের ভেতর স্বপ্ন থাকে
গানের শিল্পি: কঁনকচাপা ও জুয়েল
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: কাটেনা মায়াবী রাত
গানের শিল্পি: হাবিব ওয়াহিদ
এ্যলবামের নাম: অবশেষে
গানের টাইটেল: পৃথিবীর যতো সুখ
গানের শিল্পি: হাবিব ও ন্যান্সি
এ্যলবামের নাম: আকাশ ছোয়া ভালবাসা
গানের টাইটেল: প্রেমাতাল
গানের শিল্পি: তাহসান
এ্যলবামের নাম: ক্রিতদাসের নির্বান। (নামের বানান ভুল হইতে পারে)
গানের টাইটেল: বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও
গানের শিল্পি: শ্রীকান্ত আচার্য্য
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়
গানের শিল্পি: হেমন্ত মুখোপাধ্যায়, গীতা দত্ত।
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: তুমি যে আমার কবিতা
গানের শিল্পি: অজানা
এ্যলবামের নাম: পুরনো দিনের বাংলা ছবি
গানের টাইটেল: নাম রেখেছি বনলতা
গানের শিল্পি: শ্যামল মিত্র
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: ক্যাফেটেরিয়া
গানের শিল্পি: শিরোনামহীন
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: আয়নাতে ঐ মুখ দেখবে যখন
গানের শিল্পি: অজানা
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো
গানের শিল্পি: সপ্তপদী
এ্যলবামের নাম: অজানা
গানের টাইটেল: আমি এতো যে তোমায় ভালবেসেছি
গানের শিল্পি: মানবেন্দ্র
এ্যলবামের নাম: অজানা
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪