বকুল তোমার প্রিয় ফুল
আমি জানতাম,
প্রতিদিন নিয়ম করে
আমি বকুলের মালা গেঁথে
অপেক্ষায় থাকতাম
তুমি কখন এ পাড়া দিয়ে স্কুলে যাও.....
নীল তোমার প্রিয় রঙ,
সেও জানতাম ।
প্রতিদিন আমি নিয়ম করে নীল শাড়ী
পড়তাম।
তুমি দেখতে,কিন্তু কখনোই শুধাতে না আমায়,
তোমার ও কি বকুল প্রিয়?
তোমার ও কি নীল রঙের শাড়ী পছন্দ?
আমি আশাহত হতাম, তবু
নিরন্তর মালা গেথে চলতাম,
নিরন্তর নানা সাজে সাজতাম,
তোমার দৃষ্টি কাড়বার জন্য.....
আচ্ছা তোমার কি কখনো মনে হয়নি কেন অকারণে
একটি মেয়ে মালা নিয়ে বসে থাকে?
কেন রোজ একই বিশেষ রঙের শাড়ী পড়ে?
কার পথ চেয়ে?
জানতে খুব ইচ্ছা হয়।
এখনো ! জানোতো.......
তোমার উপেক্ষার কাঁটা এখনো আমার বুকে
কেমন যেন খচখচ করে বিধে !!!
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭