একগুচ্চ সোনালী চুল, তপ্ত হাওয়াতে যেন,
জলন্ত শলাকা তোমার রূপ।
প্রেম নিবেদনের পূর্ব পর্যন্ত
ভয়ে আমি যেন গলন্ত হিমবাহ।
তুমি কি দেখেছো নিজেকে আরশিতে
তোমায় প্রাণাধিক প্রেমময় মুখ।
আমি বরাবর দিবাকর সান্নিধ্য
উপভোগ করি....।
তমসাপূর্ণ তিমির রাত্রি আমার অসহ্য লাগে
আমি তোমার তাপে,তোমার রূপে-
তোমার আগুনে
গলন্ত হতে চাই।
আমি তোমার স্পর্শে নক্ষত্র রূপে প্রকাশিত হতে চাই
অহর্নিশ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৬