[এক]
একসঙ্গে এলাম যখন, একই ছাদের নিচে
তোমার আমার অজস্র হিসাব ,সুখ,দুঃখের ভেলা।
বৃহন্নলা জীবন ভেঙ্গে এসো স্বৈরাচারী হই!
একটু চিল চিৎকার রোদে এসো স্নান করি।
তুমি হও আঁধার আর আামি আঁধারের জোনাকি পোকা।
[দুই]
মিথুনকান্ডে দূর্দান্ত প্রজনন কাল,
তোমার একমূখী ঢেউ,
আমার অশান্ত আবেগ।
চলো ভাসতে ভাসতে .......
নদী সাঁতরে সাগরে ডুব দেই।
[তিন]
লাউ, কুমড়ো,কুমড়োপাতা
তুমি আমার আপন।
তোমার আমার জোড়মিলনে
প্রাণ পায় একটি জীবন।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৫