এক টুকরো রুটি পেলে মেয়েটির ক্ষুধা মিটতো!
পাতে দুই হাত কিছু খেতে পায়না,
ব্যস্ত শহরে সবাই ব্যস্ত ......।
ছোট মানব শিশুতো তাই বোধহয়
কেউ তাকে পাত্তা দেয় না!!
কেউ কথা বলা ময়না পোষে,
কেউ বাহারি নামের রকমারী মাছ
তাদের খাবার ও দামি দামি....।
তারা বড় বেশী পশুপ্রেমী .......
জীবে দয়া করিছে তারা ,
সেবিছে তারা ঈশ্বর!!
হা হাত্মোমি,
চরম ভণ্ডামির একশেষ....
কারো কারো তো আবার দামি দামি শয্যাসঙ্গী কুকুর অথবা বেড়াল
অথচ গলির ধারের অভুক্ত শিশুটি...।
ডাষ্টবিনের খাবার খুটে খায়
দেখা যায় উচ্ছিষ্ট খাবারগুলো কোন
সৌভাগ্যবান বিদেশী কুকুর
অথবা বেড়ালের ফেলে দেওয়া এঁটো।
হায় মানুষ!
চেয়েও দেখনা মিথ্যা অহমিকায়.....
এক টুকরো রুটি পেলে মেয়েটির ক্ষুধা মিটতো!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৭