প্রেমে পড়ার অনুভূতিকে বলা যায়,
কোকেইন নেয়ার পর
মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনীয় !
তুমি আমার সেই অনুভূতি!!
যে সম্পর্কে জড়ালে,
তোমাকে নিজের করে ভাবলে,
তোমার যে কোন কষ্টে নিজের এত
কষ্ট লাগবে জানা ছিলো না!
ধীরে ধীরে তোমার অবর্তমানে বুকে
হাহাকার জাগা।
শরীরের ভেতরে অস্থিরতা সৃষ্টি হওয়া।
আবার,
প্রিয়তমা তোমাকে দেখলে,
পেটে ও বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনূভুত
হবে, আগে বুঝিনি।
কি করে কি করে,
নানা মুদ্রাদোষে অভ্যস্থ হয়ে পড়ছি,
অকারণে নিদ্রাহীন রাত কাটাচ্ছি,
ফোন করার আগে প্রচণ্ড আবেগের অন্য
অষ্থিরতার অনুভূতির সৃষ্টি হচ্ছে।
আমি প্রায় অন্যমনস্ক থাকি ......
অভিযোগ আসছে...।
তোমায় প্রেমে পড়ার পর
আজকাল
মনের স্থিরতা থাকে না,
হঠাৎ করেই মন ভালো হয়ে যায়,
প্রিয় মানুষটির কথা মনে পড়লেই
নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে উঠে,
কারণ ছাড়াই নিজের মনে হাসি,
এক্ষেত্রে দুনিয়া অবাক হয়ে তাকায় তাকিয়ে দেখুক
কিছু যায় আসে না।
আবার মন খারাপ হতে সময় লাগেনা.......
তোমার বিরহগুলো,দুঃখগুলো আমায় আঘাত দেয়-
আমি কাঁদি.....
লোকের কত অভিযোগ!!!
সব অভিযোগ আমি,
মাথা পেতে নিলাম।
এবং
তোমার প্রেমে আমি আবারো পড়লাম।
আজীবন যেন এভাবে ই তোমাতে হারাই,
আমি দুনিয়াকে ভয় করি না।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৯