জীবন বয়ে চলে বহমান নদীর মতো......
কষ্টের খরস্রোতে কখনো কখনো
হৃদয় হয় ক্ষতবিক্ষত.......
রকমারী প্রলেপে জীবন এগিয়ে চলে তার গতিতে।
কষ্ট দুঃখ সামলে নেয় প্রায় সকলে.....
সুখ আনন্দরা আসে যায় তার ফাঁকে ফাঁকে,
অনেকে খসে পড়ে উল্কাপাতের মতো.....
ঝরে যাওয়া মানে হেরে যাওয়া.......
কঠিন বাস্তবতায় জীবন পরিচালিত করে,
নাবিক তার লক্ষ্যে স্থির থেকে যখন
প্রচন্ড বিরূপ প্রকৃতিকে জয় করে
তখন জীবনের মানে আলাদা অবয়ব তৈরি করে।
আর সেখানেই জীবনের আসল স্বাদ ,আসল মজা,
আসল রূপ, রঙ ,গন্ধ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৭