শীতের মেঘলা আকাশ,
মনের গভীরে জমে থাকা কাব্য ও
শাশ্বত প্রেমের ধারাকে ছিন্নভিন্ন
করে দিয়ে ,আবেগের ব্যবচ্ছেদ শেষে
বারোটা বাজিয়ে ছাড়লো।
রাতে রঙিন স্বপ্ন নিয়ে ভাবলাম
গরম কফির ধোয়া ওঠা চুমুক ঠোঁটে লাগিয়ে
ভোর বিহানে...
লিখবো একখানা
উষ্ণ আলুলায়িত কবিতা......।
শীত গ্রীষ্মের বিপরীত বৈশিষ্ট্যের মত
প্রেমিকার নানা অবগাহন ফুঠে উঠবে
কবিতা পরতে পরতে।
দারুণ ভালো লাগা সৃষ্ট মিষ্টি অলীক কাব্যিক কথামালা।
দিবাকর কেমন যেন কুয়াশার আড়ালে
লুকোচুরি খেলায় ব্যস্ত.....।
আর এ কারণে আমার বোধ ভাবনা চিন্তা প্রেমময় আবেগ
সবটুকু জল হয়ে উবে গেলো মুহুর্তে!
ভাবছি কিছু আর লিখবো না.....
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২