একদিন পথে যেতে যেতে কাশবনের ধারে।
নদী যেখানে তীর ছুঁয়েছে গভীর মমতায়।
দেখি ফুটে আছে এক জংলি ফুল।
-নাম কি তোমার ?
আমার প্রশ্নে ফুলটি হেসে তাকালো।
তবে সে তার নাম বলতে পারলো না,
শুধু চেয়ে রইলো।
আমি তার নাম দিলাম ঝুমকো লতা।
সশব্দে ঘোষনা করলাম, পাহাড়ি বালিকা আমি তোমাতে মুগ্ধ!
তোমার রঙ, রূপ, সুগন্ধ!
শুধুই মুগ্ধতা!
আমি ভাবছি,কেউ খোঁজ রাখেনি কেন তোমায়?
সে এবার লাজরাঙা হাসি দিয়ে ভুবন ভোলালো।
মাথা একটু নাড়লো কি ?
নাকি বাতাসে নড়ে গেল!
ঝুমকো লতা, আমার হৃদয়স্পর্শ করে গেলে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৭