আমি বিশ্বাস করি না ,
আজ রাতে তুমি হবে অন্যে কারো ঘরণী,
আজ রাতে চিরকালের মতো ডুববে তরণী।
আমি চিৎকার করি অতি সকরুণ,
আমি চেচামেচি করি হায় নিদারুণ।
তুলনাহীনা তুমি তো শুধু তোমার তুলনা,
তোমার দেয়া ছলনায় তুমি-ই গুণবতী ললনা।
ছলছাতুরীর অগ্রহায়ণে পাকা ধানে পোঁকা,
জানি এভাবেই চিরকাল খেয়ে যাই ধোঁকা।
জানি, কোন দিন পারবো না ভুলতে তোমাকে, পাষান তুমি ভুলে যেতে পারো কত সহজেই আমাকে!
তুমি সংসারী হও নিয়ে বিত্তবান পতি,
চিরকাল তোমার মাঝে সুখ পাক গতি।
ভুল করে হলেও কখনো মনে রোখো না আমায়,
আমি ভালো অছি কিনা তা যেন কখনো না ভাবায়!
সুন্দর মনের আড়ালেতে অসুন্দর সংগোপন,
বড্ড দেরি হলো আমার, চিনতে তোমার মন।
ভালোবাসতে শিখিয়ে এতো বড় দেয়াল কেন হাঁকালে ?
অদ্বিতীয় তুমি দ্বিতীয় সত্ত্বায় ঠিক মুখ লুকালে ?
ঝরা শেফালির মতো ভালোবাসা গেছে
ঝরে অবেলায় !
শুধু, ভালো অছি কিনা জানতে চেয়েও না হেলায়- খেলায় ।
সম্পাদনায় ও কৃতজ্ঞতায়ঃ ব্লগারও কবি প্রিয় ভ্রাতা রহমান লতিফ ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৮