ছেলেটি ভাবুক ,
তার কোন দুঃখ নেই ,মনে মনে জাগতিক যত স্বাদ তার নেওয়া হয়ে গেছে ,
ভাবুক মনের কল্পনায় ।
গাছের নতুন পাতা যেমন আলোর ছটা খেলে যায় , তেমনি তার হৃদয়ে সর্বদা
বহতা নদীর মত চঞ্চলতা ছুয়ে যায় ………………
তার রাত্রির বুকে মাতাল ঘুম ,
তার জগতে চাঁদের আলো যদিও খুব স্নিগ্ধ ।
শুধু তার শারীরিক ভাজে ভাজে রয়েছে অসহিষ্ণু যৌবনের জ্বালা ।
মধ্যরাতের গল্প কথায় বার বার শুধু টোকা দেয় উষ্ণ উত্তাপ!
হঠাৎ উথলে ওঠা জল নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে চায় ,
কিন্তু পথ হারা নদীর মতো বার বার পথ হারায়………..দুরন্ত যৌবন ।
প্রেমিক মনের ছোয়া তার জীবনে শুধু অধরাই রয়ে যায় ।
এদিকে গাছ ফুল লতা পাতা কেবলি বলে……….
এসো বলিকারা , এসো প্রেমিকারা নব অবগাহনে এসো স্নান করবে এসো…….
দেবদূত যে তোমারই প্রতীক্ষায় প্রহর গুনছে......।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৬