আমি রাগ করিনি কারণ আমি জানি ,
আমার রাগের কোন মূল্য নেই, তোমার কাছে ।
কতটুকু দুঃখ জমা হয়েছে মনে,
কত কষ্ট সয়েছি গোপন গোপনে ,
একবারও তুমি ভেবে দেখোনি ।
তুমি মনে রাখোনি ,আমায় তুমি মনে রাখোনি
তবু আমি রেখেছি তোমায় মনে ।
তোমার সাথে কত ভিজেছি নিঝুম বর্ষাতে
কড়ারোদে হেটেছি অকারণে....
আমি মনে রেখেছি ,তুমি মনে রাখোনি
হাহাকার আর শুন্যতার,
কোন খবর রাখোনি-দেখোনি চেয়ে..।
তুমি মনে রাখোনি ,
ফুচকা খেতে খেতে নাকে উঠে গেল ঝাল ,
আমি সযতনে তোমায় সামলেছি ।
তুমি মনে রাখোনি ।
অচেনা শহরে তুমি একা
আমি পাশে ছিলাম তুমি মনে রাখোনি
তোমার সব মিছে ছলনা ছিলো কিনা আমি বুঝিনি !
ভালোবাসার চাদরখানি দিয়েছিলাম জড়িয়ে,
এঁকেছিলাম কত স্বপ্ন তোমায় নিয়ে
তুমি ও তো দিয়েছিলে স্নেহের পরশ
ব্যাথিত এই অধরে
সব কি ছিল তবে ভুল ,
অভিনয় ?
আমার তা মনে হয়নি ,
কেন তবে তুমি মনে রাখোনি
আমি মনে রেখেছি তুমি মনে রাখোনি...।
আমায় তুমি মনে রাখোনি.......।
সব জানতে তো তুমি কোথায় আমি-
কোথায় আমার দূর্বলতা,
কষ্ট দিয়ে আমায় মনে-
দূরে গিয়ে সঙ্গোপনে,
দু’হাত ভরে দিয়েছ আমায়
পাহাড় সমান দুঃখ-ব্যথা .....।
আমি মনে রেখেছি তুমি মনে রাখোনি...।
আমায় তুমি মনে রাখোনি.......।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫