আমি যেদিন হবো ঝরা শিউলি ,
খুঁজোনা আমার তোমরা খুঁজোনা ।
পথে যেতে যেতে হঠাৎ দেখা ,
পথের শেষই আমার ঠিকানা ।
আমি হারাবো যবে অনন্তের পথে,
যেথা তারা সকল ফুটে রয় ।
বুনোফুল আমি ,আমার গন্ধ
আসলেই এমনি হয় ।
এ পৃথিবীর পরে এসেছিনু আমি ,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায় ।
তোমাদের নির্লোভ ভালোবাসা ,
আমায় করেছে আপ্লুত ।
সেটুকু ই আমার মাথার মণি ,
শত শ্রদ্ধায় অবনত।
অদেখা জগতের অচেনা সাথীদের
স্বার্থ হেথায় অদৃশ্য ।
ভালোবাসা তাই এত মোহময় রূপে ,
হয়ে ওঠে প্রকাশ্য ।
উৎসর্গ প্রিয় ভ্রাতা ব্লগার রহমান লতিফ কে ।
তার কবিতা “ শিরোনামহীন” পড়ে মন্তব্য করতে গিয়ে এই কবিতাটি লিখে ফেললাম।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০