ঝিরঝিরে বৃষ্টি , সেই সাথে গুমোট আকাশ ।
হালকা কুয়াশায় মোড়া চর্তুপাশ ।
একটানা বৃষ্টির টুপটাপ আওয়াজ ছাড়া ,এমনিতে সুনসান......
বৃষ্টিটা থামতেই, বুনো শালিকেরা নেমে এলো খাবারের খোঁজে ।
একটা শ্যামা সজনেগাছের ভাঙা ডালে বসে আছে অজানা অভিমান নিয়ে-
ঘাড়টা পিঠের খাজে গুজে দিয়ে।
কে জানে কি হয়েছে !
হঠাৎ কয়েকটা হিংসুটে কাক উড়ে এলো কোথা থেকে খাবারে ভাগ বসাতে।
শালিকেরা অপ্রস্তুত.....
ঠিক এসময় বেরসিক বৃষ্টি আবার জোরে সোরে নেমে এলো প্রকৃতিতে ।
বৃষ্টিরা কি দুষ্টুমি করে ?
সবাই উড়ে গেল নিরাপদ আশ্রয়ে ।
কারণ ততক্ষণে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।
একটা শালিক কেবলি খুটে খুটে খেয়েই চলেছে।
যেন আজন্মের ক্ষিদে তার পেটের ভিতরে........
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৫৭