কবিতা? সেতো...।
মানব ও মানবীর মনের অলি গলি সম্পর্কিত অব্যক্ত ভাষা !
নানা আবেগীয় কথামালা বা ভাবনাসমূহের গাঁথুনীর লেখ্য রূপ ।
মনের মধ্যে যখন কথার ঝর্ণাধারা ফল্গু হাওয়ার মতো বয়ে যায় .....
হৃদয়ের নদীকুলের দুই তীর যখন তীব্র বেগে উছলায় ,
সুখ অথবা দুঃখের তীব্রতার দহন জ্বালায় ,
যখন পার্থিব ক্রিয়া কলাসমূহ আবেগীয় অগ্নুৎপাতে বিস্ফোরিত হয় ।
তখন মানুষ কবিতার আশ্রয় চায় ।
কবিতা পাঠে বা লেখায় নিজের চাওয়া পাওয়াকে মিলিয়ে নেয় ।
জাগতিক সুখ দুঃখের কাঠগড়ায় নিজের হিসাব নিকাশের উত্তর খুঁজতে চায় ।
এভাবে আত্মাকে শুদ্ধকরার প্রক্রিয়ায় ,পাওয়া না পাওয়ায়......
নিজের জীবনের জটিল হিসাব নিকাশ মিলায় ,
সেখানে কিছুটা সান্তনা পায় আবার কিছুটা বাকি রয়ে যায়।।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯