চারদিক আঁধারে নিমজ্জিত শুনশান চরাচর ।
রাতভর তিমির ধূসর ধূমায়িত খেলা চলছে অবিরাম প্রকৃতিতে,
খোলা আকশের বুক হতে ঝরে পড়ছে, বিন্দু বিন্দু হিমশীতল নির্মম দুরাশা.....
যা আমার বেদনাকে তরঙ্গায়িত করছে,
আর সেই সুযোগে রাতের আকাশ, মিটিমিটি জোনাকিরা ,
লিখছে তাদের যাপিত জীবনের যত দুঃখ কষ্ট বেদনার গল্প গাঁথা -
আমার মনের পাতায় পাতায় ।
বাতাসের ভাজে ভাজে লুকায়িত অলৌকিক সুরভির তরঙ্গমালা ........
কেবলি ছুয়ে যেতে চায় মন বেদনার কাব্যকে ছন্দায়িত করতে ।
এদিকে আমার বৃত্তাবদ্ধ মনজুড়ে শুধু তোমায় না পাওয়ার আক্ষেপ।
আজ সারা রাত অতীতের বিমূর্ত স্মৃতি ,এই আমি এবং ঘন আঁধার ......।
আর অবশ্যই তুমি ,তোমার কবিতা, গান,অতীত মুগ্ধতা..জ্বালা সুখস্মৃতি সব একসাথে ।
এবং আরো থাকবে কঠিন জ্বালাময়ী হিমের তপ্ত পরশ.........
সাথে ব্লাক কফি আমার নিয়ে কাটাবে নির্ঘুম রাত।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৬