অসুস্থ পরিবেশ
অসুস্থ জনপথ,লোকজন ।
অসুস্থ আচার আচরণ ।
অসুস্থ কথাবার্তা।
অসুস্থ চায়ের দোকান ও অন্যান্য ।
অসুস্থ রাস্তা ,গলি ।
অসুস্থ রেস্তোরা,আবাসিক হোটেল ।
অসুস্থ এই নগরের বসবাসরত মানুষের মন মানসিকতা ....।
অসুস্থ প্রতিযোগীতায় গড়ে তোলা আরেক সুনিপুন অসুস্থ প্রজন্ম।
অসুস্থ খেয়ালে অনবরত অসুস্থ স্বপ্নের মালা গাঁথা ।
অসুস্থ নীল থাবায় দূর্নীতি ও অনিয়মের ভয়াবহতার এক বিভৎস নগ্নপ্রকাশ চর্তুপাশ ।
অসুস্থ যেহেতু সবাই ।তাই রোগ কখনো কখনো ধরা পড়লেও চিকিৎসা নেই বললে ই চলে।
অসুস্থ সেই দোহায়ে ক্রমে ক্রমে ক্ষয়ে যাওয়া মানবতা ও মূল্যবোধের দন্তমূল বিকশিত হাসি সর্বত্র।
অসুস্থ নগ্ন কীটের স্পর্শে সুরা জুয়া রক্ষিতার ব্যবহার দেদারসে ...।
অসুস্থ অজুহাতে চুপ থাক চুপ থাক খেলার খেয়ালে বন্দী সবাই।
অসুস্থ এই জনঅরণ্যে আমিও একজন.....।
অসুস্থ তবে সুস্থ হতে চাই না.... রঙিন জগতের সান্নিধ্য হারাবার ভয়ে.........।
অসুস্থ তাই অসুস্থতাকে এখন সুস্থতা মনে হয় ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭