তোমাতে মগ্ন ছিলো আমার পুরো যৌবনকাল !
তোমার তৈলচিত্রের প্রতিটি ভাঁজে ভাঁজে
সৌন্দর্য খুঁজে বেরিয়েছে আমার শৈল্পিক হাত ।
সেখানে খুঁজে পেয়েছিলাম আমি সুখের নীলকান্ত মনি ।
যা আমার জীবনকে বর্ণাঢ্য করেছে ।
তোমার দুচোখের নীল নেশায়...
আমি বরাবরই বিহ্বল হয়ে যেতাম মাতালের মতো ।
তোমার যৌবনের দীপ্ত অহংকার বারবার আমার অহং বোধকে
ভেঙে চুরে তছনছ করে ছেড়েছে !!
মধুরিমা আমি অজস্রবার তোমাতে আমার নিজের সত্ত্বা হারিয়ে ফেলেছি ।
যদিও আমাতে তুমি ছিলে অতৃপ্ত ........।
পার্থিব আলোতে তোমার চাওয়া ছিলো অপার্থিব ভালোবাসা ।
বড় বেশি উচ্চাভিলাষী হলে যা হয় আর কি ,
তুমি ছুটে গেলে সহসা দিগন্তের পানে যেথা মরিচিকারা
শুধু বিভ্রান্তি ছড়ায়............
ফিরে এলে খবর পাঠিও .............।
আমি এখনো তোমার পথ চেয়ে বসে আছি !!!!
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১০