বলতেপারো কোথায় গেলে একটু স্বস্তি পাওয়া যাবে ?
বলতেপারো কোথায় গেলে মনটা জুড়াবে ?
বলতেপারো কোথায় গেলে একটুখানি নিশ্চিন্ত হওয়া যায় ?
বলতেপারো কোথায় স্বচ্ছ শীতল মুক্ত হাওয়া বয় ?
দিনে দিনে বাড়িতেছে দেনা শুধবো কি করে ঋণ ?
পাপের বোঝায় পূন্য যত হয়ে গেছে লীন !
মানুষ আর মানুষ নেই ,রং বদলের গিরগিটি ।
কিছু হলে পশুর মতো কামড়াতে আসে বিষাক্ত টিকটিকি ।
বিশ্বাস যোগ্যতায় পশু বুঝি মানুষ থেকে অনেক এগিয়ে ।
মানবতা আজ ভূলুণ্ঠিত ,সর্ব ক্ষেত্রে পিছিয়ে ।
কোথায় আছে বুকভরা শ্বাস আমায় একটু জানিয়ে দাও
কোথায় আছে মনুষ্যত্ব আমায় একটু দেখিয়ে দাও।
কোথায় গেলে পাবো আমি দিন যাপনের স্বস্তি ভাই ,
আমার পরিবার সন্তান নিয়ে সম্মানর সাথে বাঁচতে চাই।।
আমার ছেলে আমার মেয়ের আমার নিজের নিরাপত্তা চাই
পশুতো নই মানুষ আমি ,মানুষের মতো বাঁচতে চাই।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪৪