মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না…ও বন্ধু।।
---ভূপেন হাজারিকা
শিক্ষার বিচারে সবচেয়ে মেধাবীরা পড়ে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ও নাম করা কলেজে ।তবে এসব মেধাবীরা যদি হত্যা বা অন্যান্য নৃশংসতায় জড়িয়ে পড়ে তাহলে সামগ্রিক বিবেচনায় তা সমাজের জন্য এক অশনি সংকেত ও বটে ।সাধারণ মানুষের মনে কৌতুহল জাগা স্বাভাবিক যে দেশের সর্বোচ্চ মেধাবীদের আচার আচরণ এমন কেন ? কেন তারা এত অমানবিক এত নৃশংস ।
আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে..।
সন্তানের ভালো ফলাফল করানোর দিকে এখনকার অভিবাবকদের যত মনোযোগ। এটা ভালো কথা । কিন্তু পড়াশোনায় ভালো হবার পাশাপাশি তাকে তো মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠতে হবে নাকি ? সন্তানকে মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে ই তাদের যত অনিহা । আমি বলবো এসব মেধাবীরা আদতে প্রকৃত মেধাবী নয় ।তারা তথাকথিত সনদপত্রের জোরে যত উপরে উঠুক না কেন তারা যেকোন সময় যে কোন নৃশংসতা কিম্বা নীতি নৈতিকতা বহিভূত যে কোন অপরাধ ঘটাতে পারে বা জড়িয়ে পড়তে পারে
এসব মেধাবীরা কেন নৃশংসতায় জড়িয়ে পড়ছে ? তার উত্তর মনে হয় খুব সহজ , কারণ এরা যান্ত্রিক মেধাবী। এদের মধ্যে কোন মানবিক মেধা প্রবেশ করেনি ।সহজ ভাবে বলা যায় এদের মানবিকতা লোক লৌকিকতা কিছুই শেখানো হয়নি ইচ্ছা অনিচ্ছায় আমরা এদের সর্বনাশ ডেকে এনেছি ।এখন বেশিরভাগ অভিভাবক ই ভালো ফলাফলের আশায় শুধু পাঠ্যবই কোচিং আর প্রাইভেটের প্রতিযোগীতায় মধ্যে তাদের শিশুদের আটকে ফেলছে।সন্তানকে মানবিক সামাজিক সংস্কৃতিক চর্চ্চার কোনরকম সময় বা সুযোগ স্বিধা দিচ্ছেনা ।মুক্তমাঠে খেলাধূলার সূযোগ পাচ্ছে না । সময় কাটাচ্ছে মোবাইল বা কম্পিউটারে।ফলস্রুতিতে এসব বা্চ্চারা মানবিক মূল্যবোধ কি তা শিখতে বা জানতে পারছেনা ।তারা শুধু কঠিন ও যান্ত্রিক হয়ে উঠছে ।
এবং ক্রমশ অমানবিক ও নৃশংস হয়ে উঠছে।এক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা আমাদের সন্তানদের সুষ্ঠভাবে বড় করার পাশাপাশি ভালো মন্দ মূল্যবোধ সম্পর্ক ধারনা দিয়ে গড়ে তোলা আর তাতে করে তারা সঠিক ভাবে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সফল হবে।
ছাত্র রাজনীতি বন্ধ হোক !
ছাত্র রাজনীতি বন্ধ হোক !!
ছাত্র রাজনীতি বন্ধ হোক !!!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯