যতদিন বেঁচে আছি রক্তমাংসের মানুষ
মরে গেলেই পচনশীল দ্রব্য ,
তাহলে কেন এত অহংকার রে তোর ?
কেন এত মিছে গর্ব ।
সারা জীবন করলি লক্ষ কোটি পাপ ।
ভোগ করলি বিলাসিতা ভরা জীবন ।
হঠাৎ মনে হলো তাইতো অনেক তো হলো
বেহেস্তের টিকেটটা এবার কেটে ফেলা যাক ।
বিশাল দান ধ্যান করে হয়ে গেলি রে তুই মহান মওলানা সাহেব !!!
ভন্ডামির একটা শেষ থাকে ।।
গুন্ডারাও এত ভন্ড হয়না যতটা ভন্ড তুই ।
ছিঃ ওয়াক থু !
ঈশ্বর তোকে ক্ষমা করবে ভেবেছিস ?
ঈশ্বর কি এতই বোকা!!!
তুই কলেজের প্রথম বর্ষে একটা খুনের মামলা খেয়েছিলি । মনেআছে ?
রাজনৈতিক ছত্রছায়ায় তুই কত অপকর্ম যে করলি...।
কোলহারা মায়ের অভিশাপ কি লাগবেনা তোর ?
মদ ,জুয়া তোর ভাতবাড়ি ,
গনিকারা তোর কোল আর মাথার বালিশ ।
এদেশী জুয়াতে মন ভরেনা ....।ইশশ.....।
নিত্য যেতিস তুই সিংঙ্গাপুর আর থাইল্যান্ড ।
ঈশ্বর সবই খোঁজ রাখেন ।
সেজদায় তুই কপাল ঠুকরে দাগ করে ।বেহেস্তের নেশায়
ঘুষের টাকায় ।টেন্ডার বাজি আর চাঁদাবাজির টাকায়..।
তোর এসব দান ধ্যানে ঈশ্বর নিশ্চয় ভুলবে না।
তোর কি মনে হয় ? ঈশ্বর কি বোকা ?
তোর বিচার একদিন হবেই .......ঈশ্বর নিশ্চয় বোকা নয়!!!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬