তোমার চোখ দেখে যদি কাব্যের ছন্দ হারিয়ে , ছন্দহারা হই ,
অথবা আমি যদি উদাসী হয়ে যাই .......।
বুঝে নেবে অনন্তকালের জন্য তোমাকে আমি চাই।
কত কিছু যে লেখা তোমার মায়ালু চোখের ভাজে ভাজে
কি বলবো.....
আমি পড়তে পড়তে দিশা হারাই ।
সীমাহীন দিগন্ত জুড়ে উড়ে বেড়ানো বলাকার মতো যেন........।
তোমার চাহনি আমার বুক ভেদ করে জাগায় মধুর দহন ।
মহুয়ার জমা মউ যেন তোমার দু নয়ন ।
প্রতিটি পলকে সেই চোখের পাতার ক্রমাগত দিশেহারা অবনমন ।
নীলাকাশের বিশালতা ফুঁড়ে অথবা মহাসাগরের গভীরতা ছাড়িয়ে ,
বিশৃঙ্খলতার মাঝে ,অপার্থিব সুন্দর তোমার ডাগর চোখের ছত্রছায়ায় -
যেন প্রতি পদক্ষেপে খুলে যায় পবিত্র প্রেমের দরজা ।
প্রেমের ভাষা তুমি বলছো আঁখির সঞ্চালনে ।
গ্রাম্য পথের মতো বাঁকা তোমার ভ্রুজোড়ার ঠিক নিচে কাজল কালো আঁখি
লুকানো মায়ার ছায়া তলে তোমার কৃষ্ণকায় হরিণী মায়াবী চোখ,
যা অপরূপ সুন্দর!!!
আহা !ওই চোখের মোহে কেন এতো আকর্ষণ ?
ওই মায়াবী চোখ দিয়ে দেখতে চাই স্বপ্ন অনন্তকাল ।
জীবন সতত মধুর না হলেও মন্দ তো নয় ।
অনাগত ভবিষ্যতে আমি শুধু তোমাতেই হারাতে চাই নিজেকে ।
শুধু ই তোমার চোখের মায়ায় !!
এবং তোমার চোখে লেখা জাগতিক কাব্য আমি আরো বেশি পড়তে চাই যুগ যুগান্তর ধরে।
প্রয়োজনে কবিতা লেখা ছেড়ে দিতে পারি তোমার চোখের ভালোবাসায়।
শুধু তোমার চোখের ই কাব্য পড়তে চাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:৫৪