নিদ্রালু চোখে হাজার স্বপ্ন ভিড় করে আজকাল ।
তোমার আমার স্বপ্ন ,জুটিবাধার স্বপ্ন , জুটি ভাঙার স্বপ্ন ........।
সেই সে প্রথম আবেগের বেলায় .।
আমি খাতার পৃষ্ঠা ভরে তোমার প্রেমময় মুখ এঁকেছি কত শত শত।
কারণে অকারণে..........।
তোমার সাথে আমার নাম লিখেছি অপূর্ব + মধুরিমা !
এঁকেছি কেটেছি এঁকেছি কেটেছি নিজের মনের মতো
আমি বোকার মত কৈশরে তোমার দেওয়া কষ্ট মেনে নিয়েছি।
কষ্টেরা অতীত!এখন তা দুঃখবিলাসে রূপ নিয়েছে।
তখন কত অস্থির ছিলাম ভাবতেই হাসি পায় ।
আমি তখন সারাটা দিন চেয়ে থাকতুম তোমার পথের পানে .......
যে পথ দিয়ে তুমি স্যারের কাছে পড়তে যেতে..বা খেলতে।
তোমার বাবা সে কি ভয়ঙ্কর রূপ ........?
আমার মনের একটা গোপন কুঠোরিতে তোমার দেওয়া পুরোনো উপহার গুলো এখনো আছে।
সেদিন গুলোতে কত স্বপ্ন ভালোবাসায় আকড়ে ছিলো এবং আছে।
তোমাতেই অভ্যস্ত ছিলাম পাগলের মতো!
খুব জানতে ইচ্ছা করে ,মধুরিমা তুমি কেমন আছো ?
আমি জানি তুমি দুর প্রবাসে একলা আছো।
আমি জেনেছি ।
স্বাচ্ছন্দ্যের লোভে গড়া সংসার তুমি ভেঙে ফেলেছো।
আমিও একলা আছি....।
ভেবো না তোমার বিরহে আমি সন্ন্যাস জীবনযাপন করেছি ।
আমিও ভালোবাসার স্বাদ গন্ধ সব নিয়েছি....।
তারপর সেই স্বপ্নও একদিন ফাটা বেলুনের মতো ভেঙে গেছে ।
তোমার আমার জীবনের , অতীতে আমার কষ্টে ভেজা মুখ !
তোমাতে অভ্যস্ততা........।
তোমার স্মৃতি পরিনত হয়েছে আজ আমার দীর্ঘশ্বাসে.....
তোমার পছন্দের আলো ঝলমল সুখের খোঁজে হারিয়ে যাওয়া।
সেই মুখের নষ্ট মায়া! সম্পূর্ণ একটা মানুষকে নষ্ট করে .......।
আমার বুকের মধ্যে সুতীব্র ক্ষত হয়ে রয়ে গেলে ।
আর আমি তোমার বিরহে এখনো একলা একা স্মৃতি গুলো রোমন্থন করি।
অন্য রকম সুখ পাওয়ার আশায় .........
মধুরিমা ,তুমি কেমন আছো ?
চলবে
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ সকাল ৭:১৪