অপ্রতিভ অসংখ্য যুবকের মাঝে
তোমায় দেখাচ্ছে কেমন সপ্রতিভ
মালিহা কেমন আছো তুমি ???
অনেক দিন পর দেখা.......
হঠাৎ মলিন হলো তোমার দৃষ্টি, সপ্রতিভতা ......
ওহ তুমি!!? আমি সত্যি ভাবতে পারিনি ........
হঠাৎ কি যেন দেখলে চেয়ে আকাশের দিকে, জিজ্ঞাসা? অনেক প্রশ্ন যেন সেখানে
এত দিনে মনে পড়ল..?
আমি অপরাধীর মত চেয়ে রইলাম ...আসলে দােষ তাে সব আমারই যে !!!!!
আমি ফ্যাকাশে মুখে একটু হাসার চেষ্টা করলাম মাত্র ।
অনতিদুরে তােমার মাকেও দেখলাম . . . .সোনার ডিম দেওয়া হাঁসের মালকিন!!!
অনেক ব্যস্ততা তােমার এখন আমি জানি .....আমি সাধারণ জুনিয়র আর্টিষ্ট
তুমি আমার চেয়ে এখন যােজন যােজন মাইল দূরে.. সুপারস্টার..
তোমার ব্যস্ততার সুযোগে আমি মিশে গেলাম নাগরিক জীবনে
জীবনের প্রতি বাঁকে বাঁকে কত রকমের কষ্ট থাকে যে মানব জীবনে
আমি ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম ...
নেশাটা ঠিক জমলো না..
আমি আকাশের দিকে তাকালাম। যেখানে তুমি তাকিয়ে ছিলে . . .
রোদ্দুর মানুষের মন কে করে মহৎ ...আমি ঝাঁ ঝাঁ রোদ্দুরে মহৎ মন নিয়ে হাঁটতে লাগলাম উদ্দেশ্যহীন ভাবে . . . . .
নিজেকে হুমায়ূন আহম্মেদের হিমু ভাবতে ইচ্ছা করছে . . .
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮