পাবলিক লাইব্ররীগুলো যত্ন করে রেখেছে বইগুলো নিত্য
বইয়ের মাঝে বেঁচে আছেন লেখক।
শতাব্দী পেরিয়ে আধুনিক এ যুগ বেরিয়ে এসেছে
বই গুলোর কদর কমে গেলে তবু ও
বেঁচে থাকুক লাইব্ররী।
কবর গুলো মাটি চাপা দিয়ে রেখেছে মৃত মানুষ
যত্ন করে রেখেছে অপূর্ন স্বপ্নগুলো।
কোনোদিন মাটি ভেদ করে কেউ আসবেনা
সেই মানুষ কিংবা তার স্বপ্ন সমষ্টি
এভাবে কবর দীর্ঘজীবী হউক।
হে মানুষ এই সঞ্চয় কার জন্য?
উত্তরাধীকারী? তোমার প্রেম কার জন্য?
শুধুই কি নারী? কেউ জানে না!
কেউ জানবেনা। না কবর..
না লাইব্রেরী..
না তুমি..।
যতদিন বই বেঁচে আছে ততদিন লেখক জীবিত
সঞ্চয় যতদিন আছে আপনি সমাদৃত।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০