অামার মন জানতে চায়, সত্যিই গুলশানের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে? নাকি এটা সরকারি হিসেব। প্রায় সময়ই একটা কথা সবাই শুনে থাকে যে, "দুর্ঘটনায় সাধারনত সরকার মৃত্যুর সংখ্যা কম দেখায়"। ব্যাপারটি অামাকে এবার খুব বেশি ভাবাচ্ছে। কারন, প্রথম থেকেই শুনছি ঘটনাস্থলে ২৫ জনের বেশি(অারও বেশি হওয়ার মতান্তর অাছে) জিম্মি ছিল। কিন্তু, জীবিত এবং মৃতসহ উদ্ধারকরা জিম্মির সংখ্যা ১৮ জন জানিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা টা অামার কাছে ঘোলাটে মনে হচ্ছে।
এদিকে ঐ রেস্টুরেন্ট এ খেতে অাসা ৬ ইতালিয়ানকে জীবিত বা মৃত, কোনোভাবেই পাওয়া যায়না বলে দাবি করেছে তাদের সহকর্মীরা। সুত্র: কালের কন্ঠ অারও কিছু অাত্মীয়-স্বজনদের দাবি, তাদের স্বজনরা ভেতরে ছিলো, কিন্তু তারা তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। -_-
এখন অামার প্রশ্ন, এই লোকগুলোকে কি অাল্লাহ উপরে তুলে নিল! -_-