♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
আজ বাসে ওয়াজ চলছিলো। সাউন্ডবক্সটা আমার মাথার উপরেই। একজন সুরেলা বক্তার ওয়াজ। প্রথমে সেভাবে কানে না আসলেও, যখন শুনলাম পীর নাকি বলেছেন আসরের নামাজ না পরতে, তখনই কান খাড়া হলো! আমরাতো নামাজ না পরার ফতোয়াই খুঁজি। তো বক্তা বলছেন, আসরের নামাজ পড়া শরীয়াত। কিন্তু পীরগণ হচ্ছেন মারিফতের খেলোয়ার। সাধারণ বিধানতো আর উনাদের জন্য প্রযোজ্য নয়। এর থেকে আমার মাথায় বিশাল এক চিন্তার দ্বার উন্মুক্ত হয়ে গেলো। শরীয়ত আর মারিফতের সম্পর্ক বুঝার সঙ্গে সঙ্গে সমাজ সংসারের অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। সেইসঙ্গে নিজের চিন্তা-ভাবনার অনেক সীমালঙ্ঘন আবিষ্কার করে লজ্জিত হলাম।
বক্তার ভাষ্য মতে, শরীয়াত সকল সাধারণ মুসলমানের জন্যে অবশ্য পালনীয় বিষয়। কিন্তু মারিফত হচ্ছে পীর-মাশায়েখগণের জন্যে বিশেষ নিয়ম-কানুন। শরীয়াতের বিচারে এখানে বিচার করা গোস্তাকি হবে।
তখন দেশ নিয়ে ভেবে বুঝলাম, আইন যা আছে তা সাধারণ জনগণের জন্যে। কিন্তু দেশের হর্তা-কর্তাগণকে সেই আইনের আওতায় বিবেচনা করা গোস্তাকি হবে। কারণ তিনারা দেশের মারফতি খেলোয়ার। আর তিনাদের সঙ্গে বিশেষ লাইন-ঘাটের মাধ্যমে অনেক অসাধারণ জনগণ যা অর্জন করেন তা হচ্ছে কারামত। আর এই পুরো বিষয়টাই হাকিকত।
আরেকটু সহজ করে বললে, ব্লগের নিয়ম-কানুন হচ্ছে শরীয়াত। মডু তথা ব্লগটিমের কার্যক্রম হচ্ছে মারিফত। ছায়ামডু হিসেবে শ্যামাপি’র যে ক্ষমতা আছে বলে অনেকেই মনে করি, সেটাই হচ্ছে কারামত। এই পুরো বিষয়টাই সামুর হকিকত।
পরিবারের দিকে তাকালে, বাবার মুখের উপর কিছু বলা যাবে না। বাবার কোনো ভুল ধরা যাবে না। কারণ, বাবার কার্যক্রম হচ্ছে মারিফত। বাবা নিজে না মানলেও পরিবারের সবার জন্য যে আইন জারি করেন সেটাই হচ্ছে শরীয়াত। বাবার সঙ্গে মায়ের স্প্যাশাল লিংক আপের জন্যে মা যে বাড়তি সুবিধা ভোগ করেন, সেটাই হচ্ছে কারামত। আর এটাই একটা পরিবারের হাকিকত। আর মা’কে হাত করে বাবার থেকে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টার নামই হলো তরিকত।
আমার ক্ষুদ্র জ্ঞাণে যা বুঝলাম, তাতে যে ভুল রয়েছে, তা ধরিয়ে দিয়ে সঠিকভাবে মারিফত, শরীয়ত, কারামত, তরিকত, হাকিকত বুঝতে সহায়তা করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৬