আমাদের দেশে হবে সেই ছেলে কবে
নারী মাংস দেখলেই যে রঙ ছুড়ে দিবে !
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
জানোয়ার হইতেই হবে এই যার পণ !
বিপদ আসিলে কাছে হও আগুয়ান,
নারী ভোগের পণ্য , নাই তাঁর প্রান !
হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,
চেতনা তুচ্ছ জিনিস , বইয়ে পড়ে রয় !
সে ছেলে কে চায় বল কথায়-কথায়,
ইভটিজিং করতে যার মাথা ঘুরে যায় !
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ ---
জানোয়ার হইতেই হবে জানোয়ারের মতন !
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
টেকনাফ টু তেতুলিয়া ভরা লম্পট চামার !
হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান
ইভটিজার অমানুষ , দেশের অপমান !
---------------------------------------------------------------
কুসুমকুমারী দাশ ও আমি মিলিমিশি এই ছড়া লিখেছি , কবি বলেছেন -
" মিলিমিশি করি কাজ , ইভটিজারদের দেব বাঁশ "
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৮