যারা ঠাট্টা ফাইজলামি বেশি করে, তাদের জীবন হয় দুর্বিসহ।
এই যেমন আমি। দীর্ঘদিন ঠাট্টা ফাইজলামি করার যন্ত্রণা আমি হাড়ে হাড়ে টের পাই, মানুষকে হাসাতে হাসাতে আমার নিজের জীবন হয়ে গেছে ''বিষাদময়''।
আমি যখন কোনো কথা সিরিয়াসলি বলি, তখন মানুষ সেটাকে ফান হিসেবে নেয়।
::: উদাহরণ নং ১ :::
ফেসবুকে লিখলাম, এ পজেটিভ রক্ত দরকার, ইমিডিয়েটলি।
এর উত্তরে নিন্মলিখিত কয়েকটি ইনবক্স পেলাম:
১. ভাই কি ড্রাকুলা হইয়া গেলেন নাকি? আমিও হমু। রবি ভাই রকস।
২. কয় পেগ রক্ত দরকার?
৩. গরীবের রক্ত চুষে আর কতকাল চলবেন?
::: উদাহরণ নং ২ :::
হয়তো খুবই কাজের চাপের মধ্যে আছি। ফেসবুকে লিখলাম ,কাজের চাপে দম ফেলার সময় পাচ্ছি না।
সম্ভাব্য কমেন্টসমূহ:
১. আপনার পক্ষ থিকা আমি দম ফেলে দিলাম ভাইয়া। ভুস, ভুস, ভুস।
২. যেখানে সেখানে ময়লা, আবর্জনা এবং দম ফেলবেন না। এটা পরিবেশের জন্য ক্ষতিকর।
৩. ভাই, আমরা দম নিতে পারছি না, আর আপনে আছেন দম ফেলার ধান্ধায়। যত্তসব।
৪. ভাই, জানে বাঁচতে এখনই ''আলুর দম'' খান, দমের উপর চাপ কমান।
এর উল্টা চিত্রও আছে। নেয়াহেত ফান করে কোনো লেখা লিখেছি, পাবলিক সেটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে।
::: উদাহরণ ১:::
একবার লিখলাম, ''ভালোবাসা, তোমার জন্য আমি কাঁদছি।''
কমেন্টগুলো পেলাম এরকম:
১. রবি ভাই, আপনাকে পছন্দ করতাম। আপনার সম্পর্কে অনেক উচুঁ ধারণা ছিল। আজ সেই ধারণা ভেঙে চুর চুর হয়ে গেল। ছিঃ। আপনার না বউ আছে? তারপরও এইসব কি? আপনার লজ্জা করে না? বেয়াহা কোথাকার!
২. আপনার আসল চেহারা অবশেষে চিনলাম।
৩. আপনার মতো সমাজ সচেতন মানুষদের কাছ থেকে, এইরকম আচরণ প্রত্যাশা করি না, আশা করি আপনার ''মতিভ্রম'' শীঘ্রই দূর হবে।
৪. তুই একটা লুইস।
::: উদাহরণ নং ২:::
কিংবা আমি লিখলাম, ''কষ্টের চোটে মারা যাচ্ছি।''
কমেন্টসমূহ:
১. ভাই, কোন হসপিটাল, বেড নম্বর কত? দ্রুত ইনবক্স করেন। আমরা আপনাকে মরতে দেবো না।
২. আমাদের সবারই একদিন মরতে হবে। মনোবল শক্ত করেন।
৩. প্রাণভরে দোয়া করছি। আপনি অবশ্যই ভালো হয়ে উঠবেন।
৪. আপনার সুস্থতা কামনা করে দোয়া করলাম। ভয় নেই।
এইসব যন্ত্রণা থেকে বাঁচতে আমি ২ বছর আগে নতুন একটা ''টেকনিক'' ব্যবহার শুরু করেছিলাম। এই টেকনিকের নাম দিলাম ''এফএস'' মেথড। কোনো স্ট্যাটাস দিলে, বাক্যের শেষে ব্র্যাকেটে লিখে দিতাম (F) মানে ফান। কিংবা (S) মানে সিরিয়াস।
যেমন, একদিন চলে যাবো দূরে, বহুদূরে (F)
শুধু ফেসবুক নয়, কথা বার্তা বলার সময় একই কান্ড করতে লাগলাম। বাক্যের শেষে বলি এফ অথবা এস।
কথাটা স্টুডিও ''বাঙ্গি'' বিষয়ে। কয়েকদিন আগে এরা রবির একটা বিজ্ঞাপন বানিয়েছে। ফেসবুকে সেই ভিডিওটা ব্যাপক ঘোরাঘুরি করছে। আমি এদের এনিমেশনের কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। কয়েকদিন হলো, স্টুডিও ''বাঙ্গি'' র আরেকটি কাজ দেখলাম, ''বিকশিত বাংলাদেশ'' নামের।
আমার হার্ট এট্যাক হওয়ার দশা। (F)
বাংলাদেশের ছেলেপেলে এই মানের এনিমেশন বানাতে পারে, এটা আমার কল্পনার অতীত। (S)
'' বাঙ্গি'' র কেউ থেকে থাকলে আমাকে একটু ইনবক্স কইরেন। আমি আপনাদের খুঁজছি।
বাংলাদেশের আশা আছে, আছেই।
স্ট্যাটাসে ভিডিও লিংক দেয়া মানে, এই স্ট্যাটাস কেউ খুলেও দেখবে না। কারণ ইন্টারনেট লাইন স্লো হয়। তবুও বলবো, একটু বাফারিং সহ্য করে হলেও ভিডিওটা দেখুন। বিস্মিত হবেন। পুনরায় (S)
ভিড্যু দেখতে কিক্লান
বিকশিত বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭