জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।
এইচআরডাব্লিউর প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) নিজামীর মৃত্যুদণ্ড দেন। তবে আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যায্য বিচার হয়েছে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসের বক্তব্য উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে এইচআরডব্লিউ। এ ছাড়া সমস্যাযুক্ত এই বিচারকাজ সুষ্ঠু বিচারের মান পূরণ করেছে কি না, এই বিষয়টিও প্রশ্নের দাবি রাখে। মানবাধিকারবিষয়ক সংস্থাটি মৃত্যুদণ্ডের মতো শাস্তিকে নিষ্ঠুর হিসেবে গণ্য করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৫ মে (বৃহস্পতিবার) আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর ফলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে।
তৎকালীন আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের মতো ১৬টি অভিযোগ দায়ের করা হয়।
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গণহত্যা, যুদ্ধাপরাধ, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় গত ৬ জানুয়ারি ঘোষণা করেন আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধে গত ৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।
এইচআরডাব্লিউর প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) নিজামীর মৃত্যুদণ্ড দেন। তবে আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যায্য বিচার হয়েছে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে গুরুতর উদ্বেগ রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসের বক্তব্য উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়, যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে এইচআরডব্লিউ। এ ছাড়া সমস্যাযুক্ত এই বিচারকাজ সুষ্ঠু বিচারের মান পূরণ করেছে কি না, এই বিষয়টিও প্রশ্নের দাবি রাখে। মানবাধিকারবিষয়ক সংস্থাটি মৃত্যুদণ্ডের মতো শাস্তিকে নিষ্ঠুর হিসেবে গণ্য করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৫ মে (বৃহস্পতিবার) আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর ফলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে।
তৎকালীন আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের মতো ১৬টি অভিযোগ দায়ের করা হয়।
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গণহত্যা, যুদ্ধাপরাধ, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আপিলের রায় গত ৬ জানুয়ারি ঘোষণা করেন আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধে গত ৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল আংশিক মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ রাত ৯:০৯