পবিত্র রবিউল আউয়াল মাসে লেখা কবিতা :-
"রহমাতুল্লিল আলামীন (II)"
গভীর রাতের অন্ধকার কেটে গিয়ে সুবহে সাদিক,
সূর্যের আলো ছড়িয়ে যাচ্ছে এদিক সেদিক,
জাজিরাতুল আরবের এক কুঠিরে,
রহমানের প্রিয় এলেন মা আমেনার কোল জুড়ে।
আলোকিত সেই মুখের আভায়,
মাশরেফ থেকে মাগরেব বাঁচল নতুন আশায়।
ফেরেশতারা নিয়ে গেলেন দুনিয়া ঘুরতে,
সৃষ্টি কুল সবাই চিনে নিল সেই আনন্দ মুহূর্তে।
ছোট সে বেলায় গেলেন মা হালিমার ঘরে,
আগলে রাখলেন খুব যতন করে।
প্রিয় রাসূল মা হারালেন বয়স যখন ছয়,
প্রিয় সৃষ্টিকে কঠিন পরীক্ষায় ফেললেন মহান করুনাময়।
কেটে গেল কত সময়,কত বছর,
হারালেন কত প্রিয়জন দেখলেন কত নিথর।
অবশেষে পাঠালেন মহীয়ান রব জিবরাঈল ফেরেশতাকে,
এসে বললেন, " পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে।"
সেদিন থেকে দ্বীন পেলে এই উম্মত,
শুরু হল সকল প্রশংসা আল্লাহর, বন্ধ করে মানুষের গীবত।
রাসূলের তাজা খুন ঝড়িয়ে,
উহুদ,খন্দক,তায়েফ ছাপিয়ে এই দ্বীন ঢুকেছে মুমিনের অন্তরে।
না দেখে ভালোবেসেছি প্রিয় সেই মুখ,
যার মাঝে লুকিয়ে জান্নাতের সব সুখ।
নসীব করেন মালিক দীদারে রহমাতুল্লিল আলামীন,
কবুল করেন মালিক দু হাত - আমীন!