ধ্বংসের শহরে একদিন (কবিতা)
বারুদের গন্ধে ঘুম ভাঙে খুব সকালে,
শহর জুড়ে লাশের মিছিলে-
অন্ধ যোদ্ধার নষ্ট অনুভূতি
মানুষগুলোর প্রতি বি মাতা প্রকৃতি।
আকাশ জুড়ে চিল-শকুনের দল
ক্রমশ বেড়ে উঠছে শত্রু সেনার বল,
ছিন্ন ভিন্ন শিশুর শব দেহের পাশে
এখনো তাদের রনতরী ভাসে।
শত নারীর চোখের কাজল শিক্ত জলে,
বুলেটের আর বেয়নেটের আঘাতের ছলে।
আগুনের লেলিহান শিখার ডরে,
খাঁচার পাখিরা ডুকরে কাঁদে।
মানুষের মাংস পোড়া দেখে
অমানুষের জিভ হাসে।
ধোঁয়াটে-তাম্রাটে আকাশের ভাজে,
স্বর্গীয় আত্মারা হাটে,
শত্রুদের জন্য অভিশাপের বান,
মানুষেরা রাখতে পারে নি তাদের মান।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে,
আলো ফুরিয়ে রক্তের রঙে।
রাতের মাঝে শহরের দালান,
কামানের গোলায় সব ম্লান।
নতুন সূর্য উঠে আত্মচিৎকারে
বেঁচে থাকা শেষ প্রান আমি এই শহরে।