প্রিয় নাগরিকতমা,
কোন এক কারফিউয়ের দিনে...
এই শহরটা চষে বেড়ানোর গোপন ইচ্ছে ছিলো ।
ভেবেছিলাম শহর উত্তাল হবে
হরতালে থেমে যাবে নগর......।
আমরা ফাকা নগরকে নিজেদের বসতবাড়ি ভেবে...
ভেবেছিলাম উড়ে বেড়াবো,
সদ্য ডানামেলা একজোড়া পাখির মতন
পেজতুলো মেঘদের মতন......
হুটখোলা রিকশায়....রাজপথে ।
কিন্তু, জানোতো, বিরোধীদলের দুর্বলতায় তা আর
হয়ে উঠেনি......
তারপর অনেকদিন কেটে গেছে, আমরা আর পাখি হতে পারিনি ।
তবে, আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
শরতের প্রথম আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে??
প্রিয় নাগরিকতমা,
বলছি ইদানীং ক্যামন আছো? ভালো ?
ক্যামন যাচ্ছে দিনকাল?
হটাত মেঘ ভাঙ্গানো বৃষ্টিতে......
আমার মতন চুপসে যাও নাকি???
প্রিয় নাগরিকতমা,
তোমার জন্য কবি হবার খুব শখ ছিলো
একদিন একটা মসৃণ শাদা পৃষ্ঠাজুড়ে,
তোমার নাম লিখে দেখি
একটা কবিতা হয়ে গেছে...
আর আমি হয়ে গেছি কবি ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬