অন্তত ততদিন পর্যন্ত নিষিদ্ধ করা হোক যতদিন একটা টায়ার পুড়িয়ে রাস্তা বন্ধ করে দেয়াদের ও তাতক্ষণিকভাবে গ্রেফতার করে দ্রষ্টান্তমূলক শাস্তি দেয়া নিশ্চিত করা না যাবে।
আজ আমি আওয়ামী লীগ, বি এন পি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, সমাজতান্ত্রিক দল কারো পক্ষে কথা বলতে আসি নাই। গণতন্ত্র বা সমাজতন্ত্রের তুলনা করার ও কোন ইচ্ছা আমার নাই। আমি খালি বলতে এসেছি আমার কথা, আর সম্ভবত আপনার কথা, আমাদের কথা, আমাদের আমজনতার কথা।
আসুন সাম্প্রতিক সময়ের দুইটা ঘটনা দেখি,
১) মে ১৩, ২০১৩
বগুড়ায় হাত বোমা বিস্ফোরণে এক স্কুল ছাত্রী আহত হয়েছে। পুলিশ দাবি করেছে হরতাল সর্মথকদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে ছাত্রীটি আহত হয়। তার নাম সাদিয়া। সে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে।
সূত্রঃ http://www.dailyeducation.net/?p=1089
ছবি এবং খবর সূত্রঃ
Click This Link
২) মার্চ ২৮, ২০১৩
নগরীর মোমিন রোডের হেমসেন লেইনের মুখে হরতাল সমর্থকদের ছোঁড়া ককটেলে ডান চোখে গুরুতর আঘাত পায় চট্টগ্রাম সিটি করপোরেশন অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অন্তু বড়ুয়া।
খবরের লিংক দেখতে চান ?
Click This Link
ছবি সূত্রঃ Click This Link
ভিডিও তো ছড়িয়ে পড়েছে সবখানে,
Click This Link
হরতাল নিষিদ্ধ করার জন্য আপনার ভোটটা পেতে এই দুইটা ঘটনাই যথেষ্ট। আর যদি হরতালের পক্ষে থাকেন, তাহলে আর অনেক ঘটনার কথা বললেও আপনি আপনার মত বদলাবেন না সম্ভবত।
হরতাল যতদিন চলবে, ততদিন এসব ঘটনা অতি স্বাভাবিক ব্যাপার হিসেবে ঘটতেই থাকবে।
(সব শেষে ছোট দুই বোন এর কাছে ক্ষমা চাইলাম, তাদের আহত অবস্থার ছবি আমার ব্লগে প্রকাশ করার জন্য তাদের অনুমতি না নিয়ে। আশা করি বোন দুইজন আমাকে ক্ষমা করবেন।)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৯