১৭ দিনের মহারণ ট্যুর শেষ করে এসে বিস্তারিত আলোচনা করছি ৷
*ঢাকা থেকে কলকাতা
নন এসিঃ ৯০০-১০০০(রয়েল,দেশ, শ্যামলী,সৌদিয়া)
এসিঃ ১৫০০-১৭০০(রয়েল,দেশ,শ্যামলী,সৌদিয়া,গ্রীনলাইন-সৌহার্দ্য)
তবে বর্তমান সময়ে ফেরিতে যেই সময় ব্যায় করতে হয় আমার মতে ফ্রেন্ড গ্রুপ হলে ভেঙ্গে ভেঙ্গে বেনাপোল গেলে অনেক সময় বেচে যাবে ৷
শুধুমাত্র গ্রীনলাইন-সৌহার্দ্য বাস সরাসরি কলকাতা পর্যন্ত যেতে পারে ৷
*কলকাতা
কলকাতা শহরে ৫০০ টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা দামের ও হোটেল আছে ৷ যদি ফ্লাইট থাকে তাহলে দমদম এরিয়া তে হোটেল নিবেন, আর যদি ট্রেন থাকে তাহলে হাওড়ার আশে পাশে কোনো হোটেলে উঠবেন ৷
কলকাতা শহরটা অনেক আধুনিক, চারপাশে সব আধুনিক স্থাপনা ৷ প্রথমবার কলকাতা গেলে অনেকে ফ্লাইওভারের শহর ও বলতে পারেন!
কলকাতা শহরে আমি ছিলাম দমদম এরিয়া তে, খাবার টা সেরকম ভাবে টেস্ট করতে পারিনি ৷ তবে পুরো ভারতেই খাবারে তাদের নিজস্ব মসলা ব্যাবহার করায় আমাদের কাছে তা খারাপই লাগবে ৷
* কলকাতা থেকে চান্ডিগড়
বাই এয়ার এ ২৭০০-৭০০০ রুপী পর্যন্ত হয়,যাওয়ার ডেট এর যত আগে কাটবেন তত কমে পাবেন ৷
বাই ট্রেনে গেলে কালকা চলে যাওয়া ই ভালো ৷ হাওড়া থেকে কালকা পর্যন্ত কালকা মেইল এ করে যাওয়া যায় ৷ ৩৬ ঘন্টা সময় নেয় ট্রেইন টি ৷
স্লিপিং থেকে ফার্স্ট টায়ার এর তারতম্য
৭০০-১৮০০-৩০০০-৪৫০০ রুপী
কালকা মেইলের টিকেট কাটলে সাথে সাথে কালকা-শিমলা টয় ট্রেন ও এটাচড করে দিবে আপনি চাইলে ৷
শিবালিক ডিলাক্সঃ ২৫০-৪০০ রুপী
*শিমলা
শিমলা শহরে ১০০০-৬০০০ টাকায় ভালো মানের হোটেল পাওয়া যায় ৷
শিমলা তে খাবার এর দাম ১২০-২০০ রুপী পর্যন্ত ৷
বিখ্যাত মল রোড,দা রিজ চার্চ শহরের উপরাংশে, হেটেই যাওয়া যায় ৷
শিমলা থেকে কুফরী,ফাগু যেতে হলে একটি জ্বীপ ভাড়া করে নিতে হবে ৷
৪ জনের মারুতী হলে ২০০০-২৫০০
৮ জনের স্করপিয়ো হলে ৩০০০-৫০০০
কুফরী তে ঘোড়ার খরচঃ (বাধ্যতামূলক)
কেন বাধ্যতামূলক?
কুফরী থেকে কুফরীর এডভেন্চার পয়েন্ট পর্যন্ত যেই রাস্তা তা একটি সিন্ডিকেট ৷ রাস্তা টা মানুষের অনুপযোগী করে সৃষ্টি করা হয়েছে ৷
ঘোড়া বারগেইন করার উপর ৩০০-১০০০ রুপী পর্যন্ত ৷
কুফরী তে এডভেন্চার করতে চাইলেঃ
যিপলাইন, ভ্যালি ক্রসিং, ব্যালেন্স রোপ, ক্লাইম্বিং রোপ ইত্যাদি ৷
৬০০-১৭০০ রুপী পর্যন্ত, আপনার বারগেইন করার উপর ডিপেন্ড করে ৷
*শিমলা-মানালী
শিমলা নতুন বাস স্ট্যান্ড থেকে প্রতি রাতে মানালীর উদ্দেশ্যে এসি বাস ছেড়ে যায় ৷
ভাড়া ৬০০-৯০০ রুপী ৷
শিমলা-মানালী ৪ সিটের মারুতী ৪০০০-৬০০০ রুপী ৷
৮ সিটের স্করপিয়ো ৬০০০-৮০০০ রুপী, আমরা একটি স্করপিয়ো নিয়েছিলাম ৷
*কুল্লু তে এডভেন্চার
কুল্লু তে পৌছানোর আগে মান্ডি নামক যায়গায় বিয়াস নদীতে হয় রাফটিং, যা মানালী থেকে শ্রেয় ৷
রাফটিং খরচঃ
৬ কিলো ৫০০-৮০০ রুপী
১০ কিলো ৮০০-১২০০ রুপী
রাফটিং রেটিংঃ ২+
প্যারাগ্লাইডিং খরচঃ
৬০০০ ফিট থেকেঃ ১৮০০-৩৫০০ রুপী
৩০০০ ফিট থেকেঃ ১৫০০-৩০০০ রুপী
মানালী শহরে ১০০০-১৫০০০ রুপী রেন্জে ভালো মানের হোটেল পাবেন, তবে থাকার জন্যে ওল্ড মানালী অত্যাধিক সুন্দর ৷
মানালী শহরে খাবার ১২০-২০০ রুপী তে ভালো পাবেন ৷
মানালী তে ঘুরার মতো রোহতাং পাস,হাদিম্বা টেম্পল,সোলাং ভ্যালি আছে ৷ এগুলো ঘুরতে হলে
৪ সিটের মারুতী ১৮০০-২৫০০ রুপী
৮ সিটের স্করপিয়ো ৩০০০-৪৫০০ রুপী
সোলাং ভ্যালি তে এডভেন্চারঃ
প্যারাগ্লাইডিং ২৭০০ ফিট থেকেঃ ১৭০০- ২৫০০ রুপী
মার্কেটিং করার জন্য মানালী শহর এর মল রোড ভালো ৷
*মানালী-লেহ
মানালী-লেহ এর ৪৭৪ কিলোমিটার রাস্তা মে এর দ্বিতীয় সপ্তাহ থেকে অক্টোবর এর প্রথম সপ্তাহ পর্যন্ত খোলা থাকে ৷
এই সময়ে প্রতিদিন দুই ধরনের বাস চলে ৷
HPTDC: ২৯০০ রুপী( কেলং এ এক রাত থাকা সহ,প্রতিটি গুরুত্বপূর্ণ যায়গায় ২০ মিনিটের বিরতি) ,চলে সেপ্টেম্বর ১৫ পর্যন্ত ৷
HRTC: ৬৮০ রুপী(লোকালি চলে লেহ পর্যন্ত, রাতে কেলং এ থাকে বাস কিন্তু থাকা যাত্রি দের খরচে ), চলে অক্টোবর ৫ পর্যন্ত সর্বোচ্চ ৷
বাস ছাড়ে প্রতিদিন সকাল ১১ টায় মানালী থেকে,পরদিন কেলং থেকে ছাড়ে সকাল ৪ টায় ৷
এছাড়াও শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন যা ১৫০০-২৫০০ রুপী ৷ রিজার্ভ জ্বীপ নিলে
৪ সিটের মারুতী ৭০০০-১২০০০ রুপী
৮ সিটের স্করপিয়ো ৯৫০০-১৫০০০ রুপী
১২ সিটের টেম্পু ট্রাভেলার ১৫০০০-২৪০০০ রুপী
মানালী-লেহ পথের যেকোনো গ্রামে হোমস্টে আছে, থাকতে চাইলে খরচ হবে ২০০-৩০০ রুপী করে প্রতিরাত ৷
*লেহ
লেহ তে হোস্টেলাবি লেহ নামক একটি হোটেল আছে যা ডরমিটরি হলেও আমি বলবো প্রতিটি সোল ট্রাভেলার এর বেজ ক্যাম্প :-) ৷
হোটেল টিতে প্রতিজন ব্রেকফাস্ট সহ ৩০০ রুপী
এছাড়াও ৬০০-১২০০ তে অনেক ভালো রুম পেয়ে যাবেন শহরে ৷
*লেহ তে স্বাভাবিকত একজন ট্রাভেলারের কী কী ঘুরা উচিত?
*লেহ প্যালেস
*ঠিকসে মোনাস্ট্রি
*নুভ্রা ভ্যালি
*খারদুং লা পাস
*হুন্ডার
*ডিস্কিট মোনাস্ট্রি
*টুরতুক
*শিয়ক ভ্যালি
*পাংগং লেক
*চাং লা পাস
*কিয়োগার লেক
*সো মোরিরি
রুট হিসেবে এমন ভাবে ব্যাবহার করতে পারেনঃ
প্রথম দিনঃ
লেহ-খারদুংলা-ডিস্কিট-হুন্ডার-টুরটুক
দ্বিতীয় দিনঃ
টুরটুক-শিয়ক ভ্যালি-পাংগং লেক
তৃতীয় দিনঃ
পাংগং লেক-চাং লা পাস- কিয়োগার লেক
চতুর্থ দিনঃ
কিয়োগার-সো মোরিরি-লেহ
এই রুট টাতে ঘুরতে ৭- সিটের গাড়ীতে
ইনোবাঃ ৩০০০০ রুপী- ৩৫০০০ রুপী
জাইলোঃ ঐ
কোয়ালিসঃ ২৫০০০-২৮০০০ রুপী
শেয়ার ট্যাক্সি তে করে ঘুরতে চাইলে আপনার প্লাটফর্ম হওয়া উচিত সেই হোস্টেলাবি লেহ, সেখানে কিছু একটা ব্যাবস্থা হয়ে যেতে পারে ৷
খাবারঃ লেহ তে খাবারের মান সাদাসিধে, কিছু মুসলিম হোটেল আছে লেহ হসপিটাল গলি তে ৷
মোটামুটি ১৫০-২০০ রুপী তে একবেলা খাবার ভালো মতো হবে ৷
*লেহ থেকে শ্রীনগর
বাসঃ ১০২০ টাকা করে (রাস্তা খোলা থাকাকালীন সময়ে রোজ দুপুর ২ টায় ছেড়ে যায়, পরদিন সকালে গিয়ে শ্রীনগর পৌছায়) ৷
ইনোবাঃ ৯০০০-১৫০০০ রুপী
জাইলোঃ ঐ
কোয়ালিসঃ ৭০০০-১০০০০ রুপী
*শ্রীনগর এ স্বাভাবিকত একজন ট্রাভেলার এর কি ঘুরা উচিত?
* ডাল লেক
* হযরত বাল মসজিদ
* নিশাত বাগ
* চাশমাশাহী
* শালিমার বাগ
* টিউলিপ গার্ডেন
* মোঘল গার্ডেন
* পেহেলগাম(মিনি সুইজারল্যান্ড,আরু ভ্যালি,বেতাব ভ্যালি)
* সোনামার্গ
* গুলমার্গ
শ্রীনগর এ হোটেলে থাকতে চাইলে বেস্ট যায়গা হবে খ্যায়াম চক ৷ এটা বলতে গেলে বাংলাদেশের পুরান ঢাকা!! খাবারের গলি, বিখ্যাত বিখ্যাত সব রেস্টুরেন্ট এখানে ৷ তার মধ্যে একটি হলো দিল্লি দরবার(দুইটা আছে,পুরোনো টাতে) এর চিকেন চাংগাজী ও রুমালি রুটি অবশ্যই টেস্ট করে দেখবেন ৷
এখানে ১০০০ রুপী তে মোটামুটি ৪ জনের ভালো রুম পেয়ে যাবেন ৷
রেফারেন্সঃ হোটেল ফ্যাবুলাস কাষ্মীর ( হোটেলের সুবিধা নিজস্ব রেন্ট এ কার, যা অন্য সবখান থেকে রেট কম)
শ্রীনগর এর রুটঃ
প্রথম দিনঃ শ্রীনগর- সোনামার্গ- সিটি ট্যুর
দ্বিতীয় দিনঃ শ্রীনগর- পেহেলগাম
তৃতীয় দিনঃ গুলমার্গ
৭ সিটের ইনোবা/ ট্রাভেরাঃ ৭০০০-৯০০০ রুপী
৪ সিটের মারুতীঃ ৫০০০-৭০০০ রুপী
*শ্রীনগর- জাম্মু
এখানে একটু ট্রিক খাটাবেন,নাহয় ১৪ ঘন্টায় ও পৌছাতে পারবেন না ৷ কারন রাস্তায় ৪৭ কিলোমিটার একটি টানেলের কাজ চলছে ৷
শ্রীনগর এর নওগাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭ঃ৩০ টায় বানিহাল এর ট্রেন ধরবেন (ভাড়া ২০ রুপী) ৷ ১ ঘন্টা ২০ মিনিট পর পৌছাবেন ৷
জানতে চান কতটুকু রাস্তা পেরিয়েছেন?
১০০ কিলোমিটার, যা বাই রোডে পার করতে ৮ ঘন্টা লাগবে ৷
বানিহাল থেকে জাম্মুর
টেম্পু ট্রাভেলার: ৪০০ রুপী
সরকারী বাসঃ ১৯৫ রুপী
বানিহাল থেকে ৬ ঘন্টায় পৌছিয়ে যাবেন জাম্মু ৷
বিশেষ দ্রষ্টব্যঃ
*মানালি থেকে লেহ বাই রোড দিয়ে শুরু করতে চাইলে অবশ্যই একটা রাত কেলং/ দারচা তে হল্ট নিবেন ৷
*মানালী-লেহ এর পথে তাগ লাংলা পাস আছে(পৃথিবীর দ্বিতীয়,ভারতের সর্বোচ্চ মটোরেবল রোড, ১৭৫৮২ ফিট) পেরুতে হবে ৷ এখানে নেমে যত কম সময় থাকা যায় চেষ্টা করবেন, এবং সরাসরি বাতাস না নিয়ে নাকে রুমাল দিয়ে বাতাস নিলে ভালো হয় ৷ এখানে বাতাসে নাইট্রোজেন এর চাপ অনেক বেশী ৷
*তাগ লাংলা পাসের আগে ৫০ কিলোমিটার লম্বা একটি ভ্যালি পেরুতে হয় যার নাম চুহা ভ্যালি/ মোরা প্লেইনস ৷
*খারদুং লা পাস পৃথিবীর সর্বোচ্চ মটোরেবল রোড নয় ৷(বর্তমানে তৃতীয়)
World Top Passes:
1. Semo La ( App. 18282 Feet)(Tibet)
2.TagLang la (App. 17582 Feet)(India)
3. Khardung La (App. 17539 Feet)(India)
Data Based: SRTM
* পেহেলগাম পৌছানোর পর আপনার আবার আলাদা জ্বীপ নিতে হবে যার রেট করা ৷
আরু ভ্যালি ও বেতাব ভ্যালিঃ ১২০০ রুপী
** বেতাব ভ্যালির আবার আলাদা টিকেট আছে যা ১০০ রুপী
মিনি সুইজারল্যান্ডঃ ঘোড়ায় ৩০০-৫০০ রুপী
*কিয়োগার লেক একটি ছোট লেক, যা সো মোরিরি যাওয়ার পথে পরে ৷
* সো মানে লেক :-) ৷
*লেহ তে অবশ্যই একটি এক্সিমিলিজেশন ডে রাখবেন ৷ মাথা ধরবে, বমি করা,ঘুম কম হওয়া এগুলো লেহ তে স্বাভাবিক ৷ তাই সাথে সবসময রশুন রাকবেন, পারলে একটি ছোট অক্সিজেন এর বোতল( ৫০০ রুপী, লেহ হসপিটাল গলি) ৷
*গুলমার্গ এর ভেতর সব স্পট ঘুরতে হলে ঘোড়া/ অথবা গাড়িতে এক এক জনকে গুনতে হবে ১০০০-১৫০০ রুপী করে ৷
* গুলমার্গ এর গন্ডোলা রাইড/কেবল কার এর খরচ আলাদা ৷ দুইটি ফেজে বিভক্ত কেবল কারের ৭০০+৮০০=১৫০০ রুপী ৷
* বরফের সময় শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত সরাসরি জ্বীপ যায়না, যায় টানমার্গ পর্যন্ত ৷ সেখান থেকে আবার ৪০০০ রুপী দিয়ে বিশেষ গাড়ী নিয়ে গুলমার্গ পৌছাতে হয় ৷
* বরফে ঢাকা সময়ে খরচপাতি ২৫% হারে বেড়ে যাবে।
অবশেষে মাথা ঘুরছে খরচ দেখে??
সহজ করে দিচ্ছি,
বাই রোড+ ট্রেনঃ একজনের ২৫০০০ রুপী-২৮০০০ রুপী
বাই রোড+ ট্রেন+ এক্টিভিটিজঃ একজনের ৩২০০০ রুপী-৩৫০০০ রুপী
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮