এমন অনেক মৃত্যুর মধ্য দিয়েই একদিন সত্য প্রকাশিত হবে, তবু হোক!
গাছ মরে যাওয়ার পরেই মনুষ্য জাতির বোধদয় হয়
একটা গাছ ছিলো, যে ছায়া দিতো, পিতামাতার মতো।
তাই, বারেবারে এমন লক্ষ কিউসেক রক্তস্রোত মিশে যাওয়া নদীতে
প্রবল ঝড়ে পূনর্বার পাল তোলে কোনো নবীন মাঝি।
আমরা না হয় তাই হলাম আগামীর ভোরে,
হে গুরু- তোমার মৃত্যু আমাকে সাহসী করে তোলে…
(২৩ এপ্রিল ২০১৬, পল্টন)