একটি হত্যা, একটি মৃত্যু,
নির্ভয় সময়ের টেবিলে গুম করা লাশ,
অস্ত্রের নিপাট ঝংকারে,
অথৈ কিংবা নির্ঘুম রাত।
একটি মৃত্যু এবং
কষ্টের স্রোতে অগনিত চোখে জল,
বন্ধন হারা ক্রন্দনে
ভেজা ভেজা চোখে মরীচিকা ছল।
এক একটি মৃত্যু আজ
সহস্র মৃত্যুর সমান।
লাশবাহী গাড়ীর চাকায় চড়ে,
কফিনে কফিনে নিরাপত্তার প্রমান।
হয়তো এভাবে,
অগনিত মৃত্যুর পরোয়ানা জারি হবে,
হয়তো জানতেও পারবো না
তুমি কিংবা আমি কোথায় কে কবে?
হায়! সময়ের কাঁধ, নির্বিকার সমাজ,
কচুরিপানায় ঢাকা কিংবা লাশঘরে চটে মোড়ানো লাশের মত,
তুমিও কি বেওয়ারিশ?
গুম ভবিষ্যতের ইতিহাস-শাহদীন মালিক(দৈনিক প্রথম আলো,১লা জানুয়ারী ২০১৮)
ছবিঃ নিজ
০৮/০৩/২০১০ (উত্তরা)
আমার ব্লগে প্রকাশিত(আংশিক সম্পাদিত)
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬