ব্লগার বন্ধুরা কেমন আছেন সবাই?মায়ের অসুস্থতার জন্যে অনেকদিন ব্লগিং করতে পারিনি।বিজয় দিবস গেল, একটা পোস্টও দিতে পারিনি।তাই বলে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে কার্পণ্য করবনা।সকল ব্লগার বন্ধুদেরকে বিজয় দিবসের লাল সবুজের রাশি রাশি শুভেচ্ছা।
আমার পোস্টের ক্যাটাগরি মূলত কবিতা।তবুও সময় প্রসঙ্গে কিছু বলে নেবো।অসময়ে সময় নিয়ে বকবক শুনতে কারো কারো ভাল নাও লাগতে পারে।তবু সময়রে দাবী মেনেই, সময় নিয়ে একটু বলতে ইচ্ছে করছে।প্লিজ সময় করে লেখাটা পড়বেন।ভাল নাও লাগতে পা্রে, তবুও পড়বেন।
জীবনটাই সময়, সময়ই জীবন।কারণ জীবনের চাকা থেমে গেলে সময়ের কাটা থেমে যায়।
অস্থির সময়ে স্থিরতা আনতে একটু গুছিয়ে চলা জরুরী,সময়ের কাজ সময়ে করা চাই,যদিও আমরা ব্লগাররা তা পারিনা। কারন সময়ের বুকে ধারালো কলমের একটার পর একটা আঘাত করে এক একটা কবিতার জন্ম দেই।সময়কে খুন করে কবিতার জন্ম দিয়ে তবেই আমরা ক্ষান্ত হই।
পবিত্র কোরআনের একশত তিন নম্বর সূরা, সূরাতুল আছর এ আল্লাহপাক বলেন,
“সময়ের কসম।নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত , কিন্তু তারা নয়,যারা@ বিশ্বাস স্থাপন করে @ সৎকর্ম করে @হক্ব বা সত্যের উপদেশ দেয় এবং@সবর বা ধৈর্য্যের তাকীদ দেয়।“
সময়ের অথৈ জলে জীবনটা ভাসতে থাকে অথচ, Very few are able to raise themselves above the ideas of time.(ভলতেয়ারের একটা বিখ্যাত উক্তির একটা অংশ)।
তাই সময়টাকে কাজে লাগানো উচিত,আমার আপনার সবার।কারণ সময়ই একদিন আমাদের কেঁড়ে নেবে আমাদের জীবন থেকে। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝার মতো জীবন থাকতে জীবনের মর্যাদা উপলব্দি করা উচিৎ। কারণ একদিন সময় আসবে হিসেব দেবার। সো, সেদিনের অপেক্ষায় না থেকে এখন থেকেই নিজেরা নিজেদের হিসেব নেয়া শিখতে হবে।
সময় নিয়ে আর সময় নষ্ট করবনা। শেষ করব কবিতা দিয়ে ,
সময়ের দেনাপাওনা
জীবনটা নেহাত ছোট নয়,
অফুরন্ত সময়ের ট্রেন হুইসেল বাজিয়ে ছুটে চলে
অবধারিত সত্যের দিকে।
অসময়ে দেখেছি গতিহীন সময়ের ক্ষয়।
অফুরন্ত সময়ের ডানা কেঁটে কেঁটে
জীবনটাকে বন্দী করে ফেলেছি
সীমাবদ্ধ গন্ডির ভেতরে।
এখন সময়টা এমন যে, না পারি নিজেকে গুছাতে,
না পারি নিজেকে নষ্ট সময়ের হিসেব দিতে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮