গুনটানা ব্যস্ততার স্কার্ফে মোড়ানো জীবনের নাটকীয়তায়
যদি এক পা দু পা করে পিছনে ফিরে যাই,
যদি নিবিড় নিরবতায় কোন পদশব্দে আচমকা তাকাই,
ধুলো জমা আবেগে আবেগী হয়ে ভাসি মেঘের ভেলায়,
তবে জেনে রেখো,
সাওতালে মেঘে আবার আমি ভাসবো,
অক্ষরের কাঁটাতারে বন্দী রোমন্থনের পাল উড়িয়ে।
যদি আবার সাইরেন বাজিয়ে ছুটে চলে গতিহীন ট্রেন,
সেই সমান্তরাল পথে,
যেখানে হাত ধরে দুজন হেঁটেছি অনেক।
যে পথে কাগজের বুকে আঁকিবুঁকি করে,
ছুটেছি কথার খেয়ায়,
নাম না জানা গাছের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে
ছুড়ে মারা নিবিড় মায়ায়।
তবে জেনে রেখো,
স্মৃতির মঞ্চে তোমাকে আর একবার দাঁড়াতেই হবে।
যদি তাই হয়,
জমাট ধুলো সরিয়ে হয়তো তুমি আবার
ডাইরীর পাতা উল্টাবে, হয়তো না।
হয়তো বা চকিত মনে একবার ফিরে যাবে চৌদ্দ বছর আগে,
অথবা গদবাঁধা কবিতার এই পাতা গল্পটাকে
এক আলোক বর্ষ দূরে সরিয়ে হয়তো তুমি
স্বপ্ন আঁকবে চৌদ্দ বছর পরে তৃতীয় পদ্মা সেতুর রেলিং ধরে
দাঁড়িয়ে অবসর যাপনের,
অথবা আরও কত কি !
অথবা যদি তাই হয়,
কোন প্রশ্ন করবোনা তোমাকে,
না কোন কষ্টের রঙে মনকে রাঙাতেও দেবনা,
শুধু চেয়ে দেখবো,পড়ে নেবো চোখের ভাষা,
হয়তো তখনি কিছু বুঝবোনা,
কিন্তু ঠিকই অনুবাদ করে নেবো সময় করে।
ছবিঃ নেট
১৫/০৭/২০১৭ (উত্তরা)
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪