তুমি বৃত্তের বাইরেই ছিলে
আমি কেন্দ্রে ঘুরে ঘুরে অস্থির
কদাকার হয়েছি অজান্তে।
সময়ের ক্ষত নিয়ে বুকে,
রাত্রির পাঁজরে ঠুকে মরেছি।
বিভ্রান্তির শত কোটি স্বপ্নে,
অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনেছি
মিথ্যে সান্নিধ্যে।
তুমি বৃত্তের বাইরেই ছিলে
আমি অনতিক্রম্য বৃত্তের ব্যসার্ধ মেপে,
ফিরে গেছি শূন্যতায়।
নিজেকে আমার ভেতরে আবিষ্কার করেও তুমি,.
বৃত্তের চৌহদ্দী রাঙাতে চাওনি।
জড়িয়েছিলে নিরঙ্কুশ আড়ষ্ট জড়তায়।
বক্রতায় নিজের সংকোচায়নে নিজেকে নিজে,
আরো সরিয়ে নিলাম।
ফলে ব্যসার্ধ ব্যাস হয়ে
দ্বিগুন হলো ব্যবধান।
পাদটিকাঃ কবিতাটি পরীক্ষার হলে বসে লেখা।ফানি মনে হতে পারে কিন্তু এটাই সত্যি।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩