এই দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখে তাদের মধ্যে অন্যতম প্রবাসী ভাই-বোনেরা।
আর সেই প্রবাসীদের শান্তিতে গন্তব্যের জন্য একটু ভালো ব্যবস্থাপনা করা সম্ভব হয়না! কেন?
আমাদের দেশ কি গরিব?
প্রবাসী'রা কি এই দেশের বোঝা?
নাকি প্রবাসী'রা বিদেশের মাটিতে গাধার খাটনি খেটে বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠানোর পর তা আমাদের কর্তৃপক্ষ'রা ভুলে যায়?
প্রবাসী আয়ে আমার বাংলাদেশ আজ বিশ্বে ০৭ নম্বরে অবস্থান করছে অথচ সেই প্রবাসীদের জন্য আমার দেশে একটু শান্তিতে চলাচলেরও ব্যবস্থার চেষ্টা করা হয়না।
উল্টো বিদেশ থেকে দেশে আসার সময় আবার দেশ থেকে বিদেশ যাওয়ার সময় চরমের চেয়ে অতি চরম ভোগান্তিতে পরতে হয় তাদের। পরতে হয় ঘুষখোরদের পাল্লায়, পরতে হয় জুলুমবাজদের পাল্লায়, পরতে হয় চোরদের পাল্লায়!
এই অকৃতজ্ঞ কর্তৃপক্ষের দ্বারা এই দেশ কিভাবে সঠিকভাবে পরিচালনার আশা করতে পারি আমরা!
ছবিগুলো সম্প্রতি সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন হোটেল বুকিং করতে গিয়ে লাইনে দাড়ানো এবং অপেক্ষার প্রহর গুনার দৃশ্য।
ছবিয়ালঃ নুরুল আলম নয়ন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ সকাল ৮:৪৪