(১) "অভিনন্দন, সুখ!"
মিলার বয়স সাড়ে পয়ত্রিশ। তাকে একদিন তার ঘনিষ্ঠ সঙ্গী জিজ্ঞেস করলো, "আচ্ছা,তুমি সুখের গোপন রহস্য জানো?"। ফিসফিস করে জিজ্ঞেস করলো, যেন কেউ শুনতে না পায়। মিলাও খুব সতর্কতার সাথে শুনে নিলো, যেন কর্ণকুহর থেকে তা সটকে না পড়ে।
খুব সাবধানে সঙ্গীর আলিঙ্গন থেকে মুক্ত হয়ে ন্যালাখ্যাপা ন্যাদন্যাদে বাচ্চাটার চিৎকার এড়িয়ে চলে পৌঁছে গেলো ল্যাপটপের কাছে। খোঁজযন্ত্রটিতে সার্চ দিলো,
"Secret of happiness".
তার কাছে দলে দলে দঙ্গলে দঙ্গলে সুখ চলে আসতে লাগলো। সর্বমোট তিন কোটি সাতানব্বই লক্ষ সার্চ রেজাল্ট পাওয়া গেলো সুখের গোপন রহস্য সংক্রান্ত।
মিলা সুখী মনে ডাউনলোড করতে লাগলো কোটি কোটি গোপন সুখের বারতা। খুব সাবধানে, যেন কেউ না জানে!
(২)"তোমরা যে বলো দিবস রজনী সভ্যতা সভ্যতা"
আমি একজন ক্ষুধার্ত মানুষ। আমি শেষ ভক্ষণ করেছি দুই সেকেন্ড আগে। মেনুতে ছিলো ধূসর রঙের বেড়ালের উরু, এবং লাল পাখনার রাগী মোরগের ঠ্যাং। এসবে কি আর ক্ষুধা মেটে? তাই বেশ কিছু দালান-কোঠা, রাস্তা-ঘাট, লোহা-লক্কড় যোগাড় করছি খাবার জন্যে। ৩ সেকেন্ডের মধ্যেই কোটি খানেক খাবার যোগাড় হয়ে গেলো। কিন্তু খাওয়া শুরু করতে পারচ্ছি না। কারণ...
কাঁটাচামচ নেই।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩