নদীর কুল ভেঙ্গে নতুন চর জাগায়
নতুন জাগানিয়া গানের সুরে সুরে।
পানির ভাঙ্গন দেখে না দেখে
ভাঙ্গনের গান শুনতে দাড়াও-
একটুখানি বসতবাড়ি নদীর পাড়ে
চির ধরা ফাটল বিলীন হয় কুলে।
শস্য ক্ষেত ফসল তোলার সন্ধিক্ষণে
উপচে পড়ে বর্ষার পানি কৃষক কুলে,
সব কিছু ওলট-পালট নব নব উৎস সুখে
আমি না হয় তুমি সেই উৎস মুখে একটু দাড়াই-
হাত ধরে জাগানিয়া গানের সুরে সুরে।
২৫সেপ্টম্বর’২০০১খ্রীঃ
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫