সংলাপে নারী দিবস,
ছোট্ট বেলায় মায়ের কোল ঘেষে শুয়ে থাকতাম। যতটা কাছে গেলে নিশ্বাসের তীব্র শুনতে পাওয়া যায় ততটা কাছে, হয়ত নিজের অজান্তেই চলে যেতাম আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম।
বয়স বাড়তে শুরু করে ; স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষে চাকুরি আর বিয়েটাও শেষ করি । মায়ের পাশে আর শুয়ে থাকা হয়নি!
তারপর, সংসারের অনেকগুলি বছর পার হয়ে গেল। নিশ্বাসের শব্দ শুনতে শুনতে ঘুমানোর "সেই" অভ্যেসটা হয়ত, ভুলতেই যেতাম- যদি তাকে না পেতাম।
আমার মনে হয়, ঠিক তাদের নিশ্বাসেই আমাদের বিশ্বাস গুলো ভেসে বেড়ায়, যে নিজের থেকেও আপনাকে, আমাকে বেশি ভালবাসে।
এখন ওকে ছেড়ে ঘুমতে কষ্ট হয়, পাশে না থাকলে রাতে ভাল ঘুম হয় না। এই মানুষটাই আমাকে সব চেয়ে বেশি ভালবাসে যার নিশ্বাসের শব্দে একটা আশ্রয় -একটা গভীর ঘুম ভেসে বেড়ায়।
কোন দিন যদি শব্দটা থেমে যায়! বাকি জীবনটা কি নির্ঘুম কেটে যাবে?
ভাবতে - ভাবতেই ওর নিশ্বাসে কান পাতি.....
আর বিশ্বাস খুঁজে পাই -
যে, আমার ছেলের মা পাশেই ঘুমিয়ে আছে।
৷৷ আন্তর্জাতিক নারী দিবস সফল হোক ।। ২০১৯
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২০