বক্ষিলা আর অধর দেবীর মন্দিরের গল্প
বক্ষিলা দেবীর মন্দিরে কপাট নেই কিন্তু ঘণ্টী আছে।
যেখানে বুনো মাকড়া চতুর্ভুজের ঘর একেঁছে
ঠিক তার পাশেই দেয়াল ঘেসে প্রতি ভোরে
অসংখ্য হাসনাহেনা ফোঁটে আর ঝরে পড়ে
আর পোড়া মাটির ক্ষয়ে যাওয়া সিড়িবেয়ে
স্বপ্ন সুখে সন্ন্যাসী রক্ত জবা নিয়ে ঢুকে পড়ে
বিপরীত দৃশ্যে বিমুখ পূজারীর ঢালায় দগদগে লাল কয়লা জ্বলে।
অধর দেবীর মন্দিরেরও কপাট নেই কিন্তু হাতে ত্রিশূল আর চোখে বজ্র খেলা করে যার ভয়ে
সন্ন্যাসী মন কয়লা ফেলে অর্ঘ্য তোলে।
তবুও উঠোন জুড়ে রক্ত জবা ফোঁটে আর ঝরে পড়ে সেই আদিম মন মন্দিরের পূজারীর খোঁজে। তখন বক্ষিলা আর অধর দেবী শুধুই মাটির মূর্তি মাএ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০