মাথায় ঘোরে লাটাই ঘুড়ি
তবুও প্রথম পিরিয়ডে উপস্তিত জনাব বলি,
এরপর বায়ে চোখ, ডানে মুখ -
ওলোট পালোট করে, বইয়ের বুক
**
অংক মেলাই দ্বিতিয় পিরিয়ডে
হিসাব করে সব অমুক তমুক
আমি ছিলাম গভর্নমেন্ট স্কুলের
এক পরিচিত মুখ।
কাগজের উড়োজাহাজ উড়ে-
তৃতীয় পিরিয়ডে ব্যাকরণ ভুলে
বাংলা হয়ে যেত এলোমেলো
টিফিন পিরিয়ড যখন হতো
**
বিজ্ঞান ক্লাস রেখে, লুকোচুরিতে ব্যস্ত থেকে,
সমাজ ক্লাসে এসে এক অদ্ভুত সামাজিক জীব
দুহাতে ধরে কান, দাড়িয়ে থাকি একা আমি র্নিজীব।
শেষ ক্লাস ধর্ম শিক্ষায় এসে
ছুটির ঘণ্টা আজও বাজে
অবাধ্য ছাত্র নামের সেই সব দিন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪২