হঠাৎ স্পর্শকাতর চারুলতা?
ভেঙ্গে আসে সব স্থাবর অস্থাবর প্রেম
কতদিনের পুরনো দেখা।
বয়েস কত হতে চললো?
ত্রিশ নাকি বত্রিশ?
সে যাই হোক,
অষ্টাদশীর মতো স্নিগ্ধতাটা কমেনি একবিন্দুও।
কৃষ্ণচূড়া রঙা ঠোঁট,
হৃদয়ের পর হৃদয় ভেঙ্গেছে বহুবার।
এখনও যে ভাঙ্গেনা, তা কি করে বলি?
চোখের আড়ালে যে চোখ
তোমার চোখে বহুবার
পেতেছে সংসার,
সেখানে আজও তুমি মিশে আছো
দীর্ঘ চুলের মিষ্টি সুবাসের মতো।
হালকা বেলিফুলের গন্ধটা বুঝি
এখনো লেগে থাকে?
পাচ্ছিইতো।
ঠিক যেমনটা পেতাম আঁচলের ভাঁজে।
ঘোর লাগা চোখে,
তোমার জোছনার মতো রূপ
আর রূপগ্রস্থ আমি,
ফানুসের মতো উড়ে যাওয়া দিনশেষে
ছিলে বিমূর্ত ইন্দ্রাণী।
মনে আছে সেই শেষ দেখার
বিশুদ্ধ সকাল?
চারু,
তোমার প্রেম আজও
সমুদ্রের মতো অসভ্য উত্তাল।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ রাত ১:২৭