=> South Yungas Road:
বলিভিয়ার ভয়ঙ্কর এই রোডটা ৪৩ মাইল দীর্ঘ। একে Death Road বলা হয়ে থাকে। বছরে প্রায় ১০০০ লোক মারা যায় এই রোডে। তারপরেও সৌন্দর্যে ভরা একটা গ্রামে যেতে এডভ্যানচার প্রেমীরা এই রোডে যাত্রা করে।
=>Vitim River & Siberia Road:
ভাইটিম নদীর ব্রীজ আর সাইবেরীয়ার ভয়ঙ্কর দুর্গম রোড হচ্ছে চ্যালেঞ্জিং আর এ্যাডভেন্চারে ঠাসা একটা রোড। ৬০০ মিটারের কাঠের একটা ব্রীজ পার হতে বাঘাবাঘা রাইডারের গলা শুকিয়ে যায়। আর অন্যদিকে সাইবেরিয়ার রোড আসলে রোড বলা যায় না, মৃত্যু ভয় থাকলে এ রোডে কেউ পা বাড়ায় না। কখন কি ঘটবে, কোথায় ভাল্লুক বের হবে, কোথায় পাহার ধসে রোড বন্ধ বা কোথায় চোরা কাদায় রোড মৃত্যুর পরোয়ানা নিয়ে অপেক্ষা করছে বলা মুশকিল।
=>Sani Pass, South Africa
মাত্র সাড়ে পাঁচ কিলো রাস্তা। কিন্তু এই রোডে বাইকারদের রাইডের আগে ট্রেনিং নিতে হয়। ঝুরঝুরে পাথুরে মাটি আর লো ট্রাকশানের জন্যে মারাত্মক কঠিন এই রাস্তায় রাইড করা। এখানে একটু এদিক সেদিক হলে কয়েক শ মিটার নিচে জমের বাড়িতে আপনা আপনি পৌঁছে যাওয়া যায়।
=> The Shyari road India:
এটা এমন একটা রোড যেখানে রাইড করতে হলে দম বন্ধ করে বাইক চালাতে হয়। পাথর কেটে পাহাড়ের গা ঘেসে বানান সরু রাস্তা। তাও পিচঢালা নয়, পাথুরে ঝুরঝুরে মাটি অথবা কাদায় পিছলিল। এই রোডে রাইডের আগে সবার সাথে শেষ দেখা করে নিতে হয়।
=>The Himalayan road, South Asia
হিমালয়ের এই রোডটাও বিপদ আর এ্যাডভেন্চারের দিক দেয়ে কোন অংশেই কম নয়। পানি, কাদা, নুড়ি কিংবা তুষার হল কমন ব্যাপার। অক্সিজেন কম, কম ট্রাকশান আর বৈরী আবহাওয়ার জন্যে দুর্ঘটনা সব সময়ই ঘটে। কিন্তু এ্যাডভেন্চার প্রেমীরা এসব নিয়ে মাথা ঘামায় না।
=>Trollstigen, Norway
এই রোড টা এতটাই রিস্কি যে মে থেকে অক্টোবর পর্যন্ত রোডটা বন্ধ রাখা হয়। এই রোডটা যে খুব দীর্ঘ তা নয়। প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে রাস্তার নীচ দিয়ে একটা ওয়াটার ফল পুরো রাইডটাকে মোহনীয় করে রেখেছে। তবে ছবি দেখেই আমার বুক ধরফর করছে।
=>The Col de Turini, Monte Carlo
খুবই ছোট্ট একটা রাস্তা কিন্তু পাহাড়ের উপর থেকে নীচ পর্যন্ত মাত্র ১৬০৭মিটার দীর্ঘ। যাই হোক রোডটা আমার বেশ পছন্দ হয়েছে।
=>Ruta 40, Argentina
সমূদ্র পৃষ্ঠ থেকে ৫০০০মিটার ওপরে এই রোড টা মাত্র ৩১০০ মাইল দীর্ঘ। যাত্রা পথে ১৮ টা বড় নদী পার হতে হবে। আর ভাগ্য ভাল থাকলে মাঝে মধ্যে বন্য জন্তুজানয়ারের সাথে মানুষের দেখাও মিলতে পারে।
=>Savannah Way, Australia
লাল মাটির কাঁচা রাস্তা মাত্র ২১০০ মাইল দীর্ঘ। ক্যাঙ্গারু আর সিংহ ভালই দেখা যায়। তবে মূল রোডের বাইরে গেলে বাচার সম্ভাবনা কমে যায়। প্রায় ৬০০ মাইল পর পর ফিলিং স্টেশন এবং খবার দোকান। তাবু খাটানো, উজ্জ্বল তারা ভরা আকাশ আর ফায়ার ক্যাম্পেয়েং এর জন্যে এই রোড টা খারাপ না। তবে আমি চিন্তা করছি, সামান্য পানির জন্যে যদি ৬০০ মাইল পাড়ি দিতে হয়, আর একটা রাটল স্নেক সোবল মারে তাইলে কি হবে?
আরও ছবি দেখতে চাইলে গুগল ঘাটতে হবে। ধন্যবাদ সকলকে ধৈর্য নিয়ে পড়ার জন্যে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০