হুমায়ুন আহমেদ স্মরণে
মানুষ নক্ষত্র নয়,
তবুও কিছু কিছু মানুষ নিজ গুনে নক্ষত্র হয়ে যায়।
মানুষের নিজস্ব কোন আলো নেই,
তবুও কিছু কিছু মানুষ নক্ষত্রের মতোই আলো ছড়ায়।
এই ধরণীর বুকে অসংখ্য মানুষ,
কেউ কি নক্ষত্র হবার বাসনায় জন্ম নেয়?
হয়তো নয়, তবুও কেমন করে যেন
তোমার মতো কিছু মানুষ নক্ষত্র হয়ে যায়।
কতশত আলোকবর্ষ দূরে এক একটি নক্ষত্রের অবস্থান,
সেই তুলনায় পৃথিবী যেন ধূলিকণা সমান।
তার চাইতেও ক্ষুদ্রাতিক্ষুদ্র মানুষ অলৌকিক শক্তি বলে
কখন যেন নিজে থেকেই নক্ষত্র হয়ে যায়।
হে প্রিয় হুমায়ুন আহমেদ, কোন মানুষ নক্ষত্র হয়ে গেলে
সামান্য এই পৃথিবী তাকে ধরে রাখতে পারেনা।
দুর্বল এই পৃথিবীর সেই শক্তি নেই।
তুমি নক্ষত্র, মহাকাশই তোমার উপযুক্ত জায়গা।
তোমার দ্যুতির ছটায় এই দেশ, এই মাটি-
আলোকিত হোক। নন্দিত নরকে লাগুক
আগুনের পরশমণি।