নপুংশক ইচ্ছে
ইচ্ছেরা কেমন নপুংশক হয়ে গেছে আজকাল;
ভাবনার শালীনতাকে ছাপিয়ে কামুক অভিলাষ
মাথা চাড়া দিয়ে ওঠেনা কোন কাব্যিক বিছানায়।
শাব্দিক সঙ্গমে বাক্যের রতিক্রিয়া আগের মতো
জমে ওঠেনা নিরাভরণ জোছনার শরীরে। মৌন
তপস্যায় একা জাগে চাঁদ, মেঘের আঁচলে ঢাকা
পড়ে যায় আদিমতার যাবতীয় উচ্ছাস। নিশাচর
পাখীদের নিঃশব্দ কলতান, বাতাসের বুক চিড়ে
ছড়িয়ে দেয় প্রণয়ের গোপন সৌরভ। মধু লোভে
যে ভ্রমর কুয়াশার বিষাদ ঝেড়ে আলিঙ্গনে জড়ায়
হলুদ সর্ষে ফুল, অভিসারে সে’ও হয়ে ওঠে সবুজ।
আমার নপুংশক ইচ্ছেরাই কেবল সবুজ হয়ে ওঠেনা।